ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যাংকের বিনিয়োগ আমানতের বিপরীতে পুনর্বহালের দাবি

প্রকাশিত: ০৪:০৩, ৪ নভেম্বর ২০১৫

ব্যাংকের বিনিয়োগ আমানতের বিপরীতে পুনর্বহালের দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে স্থিতিশীলতার দাবিতে মঙ্গলবারও মানববন্ধন করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। এ মানববন্ধন থেকে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলোর পরিশোধিত মূলধনের ২৫ শতাংশ বাতিল করে ফের আমানতের ১০ শতাংশ বিনিয়োগ আইন পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিনিয়োগকারীরা এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করে। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে তারা বলেন, এখন পুঁজিবাজারে ব্যাংকগুলোর বাড়তি বিনিয়োগ সীমার মধ্যে নামিয়ে আনার বিষয় নিয়ে বাজারে তারল্য সঙ্কট করা হচ্ছে। এতে বাজার অব্যাহতভাবে পতনের দিকে যাচ্ছে। তবে এ নিয়ে পুঁজিবাজারের স্টেকহোল্ডার নিয়ে কারও মাথাব্যথা নেই। বাজারে স্থিতিশীলতা না আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আরও পুঁজি হারাবে। বিনিয়োগকারীরা বলেন, পুঁজিবাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক গণপ্রস্তাব আইপিও বন্ধ রাখতে হবে। দরপতনের প্রতিবাদে প্রতিদিনেই বিনিয়োগকারীরা ডিএসইর সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে চলেছেন। তবে মঙ্গলবার ঊর্ধমুখী প্রবণতার মধ্যে শেষ হয়েছে লেনদেন। মানববন্ধনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী, সেক্রেটারি কাজী আবদুর রাজ্জাক, বিনিয়োগকারী মশিউর রহমান, বাচ্চু, সবুজ, মিজান ও সাজ্জাদ প্রমুখ।
×