ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় স্ত্রী হত্যা ॥ স্বামীর যাবজ্জীবন

প্রকাশিত: ২৩:৫২, ৩ নভেম্বর ২০১৫

নেত্রকোনায় স্ত্রী হত্যা ॥ স্বামীর যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ স্ত্রী হত্যার দায়ে পরিতোষ সামন্ত (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ-, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। মঙ্গলবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ের বিবরণে জানা যায়, মদন উপজেলার বৃ-বড়িকান্দি গ্রামের অবীর সামন্তের ছেলে পরিতোষ সামন্তের সঙ্গে তার স্ত্রী রতœা রানী সামন্তের(২৮) পারিবারিক কলহ চলছিল। ২০০৬ সালের ২৮ আগস্ট সকালে দু’জনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে পরিতোষ সামন্ত রতœাকে কোদাল দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই দিনই নিহতের ছোট বোন সুপ্তা রানী(১৯) বাদী হয়ে পরিতোষ সামন্তের বিরুদ্ধে মদন থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা ২০০৭ সালের ২২ জানুয়ারী আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন সুভাষ বনিক অজয়। আর আসামী পক্ষে ছিলেন অশোক কুমার তালুকদার।
×