ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবৈধভাবে বালু উত্তোলন ॥ টাঙ্গাইলে নদী ভাঙ্গন

প্রকাশিত: ২৩:২০, ৩ নভেম্বর ২০১৫

অবৈধভাবে বালু উত্তোলন ॥ টাঙ্গাইলে নদী ভাঙ্গন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল॥ বর্ষা মৌসুম এখন শেষ। নদীর পানিও এখন কমে যাচ্ছে। তারপরও হঠাৎ ভাঙ্গনে নদীর দু’পাশের ফসলী জমি, রাস্তা ও বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। কারন নদীর বিভিন্ন জায়গায় অবৈধভাবে বসানো হয়েছে ড্রেজার মেশিন। রাজনৈতিক নেতা নামধারী একটি অসাধু চক্র এসব ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে প্রতি বছর কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কোন ভাবেই বন্ধ হচ্ছে না অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন। দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ, উপজেলা নির্বাহী প্রকৌশলী খ.ম ফরহাদ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। রাস্তাটি স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের অধীনে হওয়ায় উপজেলা প্রকৌশলী খ.ম ফরহাদ হোসাইন বলেন, আমি সরেজমিন রাস্তাটি দেখেছি। সংশ্লিষ্টদের সাথে কথা বলে আবশ্যই ব্যবস্থা নিব। দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ বলেন, রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় এলাকাবাসীকে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া অনেক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। এ ব্যাপারে উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
×