ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দলভিত্তিক পৌরসভা নির্বাচনের গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়

প্রকাশিত: ২২:৩৬, ৩ নভেম্বর ২০১৫

দলভিত্তিক পৌরসভা নির্বাচনের গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার ॥ দলীয়ভাবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশের গেজেট জারি করেছে আইন মন্ত্রণালয়। সোমবার এ অধ্যাদেশ জারি জারি করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মঙ্গলবার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেন। এ অধ্যাদেশের ফলে আসন্ন পৌরসভা নির্বাচন দলভিত্তিক হওয়ার সুযোগ তৈরি হল। আর দলীয় প্রতীকে দল মনোনীত প্রার্থীরা অংশ নেবে। স্বতন্ত্র প্রার্থীরা নির্ধারিত প্রতীকে অংশ নেবে। অধ্যাদেশে বিদ্যমান আইনের ২নং ধারায় নতুন দফায় সংসদ নির্বাচনের মতো গণপ্রতিনিধিত্ব আদেশে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে সংজ্ঞা যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে ২০ নং ধারায় পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে রাজনৈতিক দল মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার বিধানটি যুক্ত হয়েছে।
×