ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধ: সাখাওয়াতসহ নয় জনের অভিযোগ শুনানি ১৭ নভেম্বর

প্রকাশিত: ২২:১২, ৩ নভেম্বর ২০১৫

যুদ্ধাপরাধ: সাখাওয়াতসহ নয় জনের অভিযোগ শুনানি ১৭ নভেম্বর

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির হবে ১৭ নভেম্বর। মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল দিন‌ ঠিক করে দেয়। একইসঙ্গে নয় জনের মধ্যে পালাতক ছয় আসামির পক্ষে মামলা পরিচালনার জন্য দুজন আইনজীবীও দিয়েছে আদালত। শুনানিতে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ-আল মালুম ও রেজিয়া সুলতানা চমন। আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। পরে জেয়াদ-আল মালুম বলেন, “যুদ্ধাপরাধের মামলায় সাখাওয়াতসহ নয় জনের অভিযোগ গঠনের শুনানি জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। পালাতক ছয় আসামির পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে মামলা পরিচালনার জন্য আইনজীবী কুতুব উদ্দিন ও শুক্কুর আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।” এ ছাড়া তিন আসামির জামিন আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর আদেশের জন্য দিন রেখেছে বলে জানান তিনি।
×