ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সারজায় তৃতীয় টেস্টে ইংল্যান্ড লিড নিয়েছে ৫১ রানে

প্রকাশিত: ২১:৩৬, ৩ নভেম্বর ২০১৫

সারজায় তৃতীয় টেস্টে ইংল্যান্ড লিড নিয়েছে ৫১ রানে

অনলাইন ডেস্ক॥ ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুতে মনে হয়ছিল সারজায় ইংল্যান্ড পাকিস্তানের রান টপকে প্রথম ইনিংসেই লিড নিবে। কিন্ত লাঞ্চ বিরতির পর দুই সেট ব্যাটসম্যান কুক ও বেল আউট হলে, পরবর্তি ব্যাটসম্যানরা খুব সাবধানের সঙ্গে ব্যাটিং করে। ফলে দ্বিতীয় দিনে ইংল্যান্ড নির্ধারিত ৯০ ওভারে করেছে মাত্র ২১৮ রান। তৃতীয দিনে ব্যাট করতে নেমে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান টেইলর আজ মাত্র দুই রান যোগ করে ৭৬ রানে আউট হয়। এর পরে আউট হন বেয়ারস্টো ৪৩ রানে ও আদেল রশীদ ৮ রানে। আজকের উইকেট তিনটি পেয়েছেন পাকিস্তানের বোলার রাহাত আলী, জুলফিকার বাবর ও সোয়েব মালিক। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ৫১ রানের লিড নিয়েয়েছে হাতে আছে ৩ উইকেট। পাকিস্তান প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৭ উইকেটে সংগ্রহ করেছে ২৮৫ রান। তিন ম্যাচ সিরিজে পাকিস্তন ১-০ ম্যাচে এগিয়ে আছে। শেষ টেষ্টে চালকের আসনে রয়েছে ইংল্যান্ড।
×