ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ট্রাক চাপায় আলোচিত শিল্পপতি তাজুল ইসলাম ফারুক নিহত

প্রকাশিত: ২০:৫৮, ৩ নভেম্বর ২০১৫

হবিগঞ্জে ট্রাক চাপায় আলোচিত শিল্পপতি তাজুল ইসলাম ফারুক নিহত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ ১/১১’র সময়কালে আলোচিত শিল্পপতি এবং ওয়েস্টমন্ট পাওয়ার লিমিটেডের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম ফারুক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার বাড়ী হবিগঞ্জ সদর উপজেলাধীন নুরপুর গ্রামে। গুরুতর আহত ফারুককে মঙ্গলবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথিমধ্যে ভৈরব এলাকায় তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন। এদিকে এমন মৃত্যুর খবরে ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ সহ বিক্ষোভ প্রদর্শনে ফেটে পড়ে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ওই দিন ভোর ৬ টার দিকে ফারুক সহ আরও কয়েক সঙ্গী হবিগঞ্জ শহর থেকে একটি প্রাইভেট কার ( নং- ঢাকা-মেট্রো-গ-২৫-৫৫৬২) যোগে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে জেলার সদর উপজেলাধীন নিজ বাড়ী নুরপুরে ফিরছিলেন। পথিমধ্যে নছরতপুর নামক স্থানে ফারুক কার থেকে নেমে অপর সঙ্গীদের নামতে সহযোগিতা করছিলেন। এসময় পেছন থেকে ছুটে আসা দ্রুতগামী একটি সবজিবাহী ট্রাক (নং-ঢাকা-মেট্রো-ট-১৮-৮৩২০) কারটিকে চাপা দেয়। এতে ফারুক মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। সেই সাথে কারটি দুমড়ে মুছড়ে যায়। এসময় আশপাশের লোকজন ফারুককে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতির কারনে তাকে ঢাকা মেডিক্যালে প্রেরন করা হয়। সকাল ৮টায় তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে ভৈরব এলাকায় তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন।
×