ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে রংপুর এক্সপ্রেস ট্রেন ও পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ২০:২০, ৩ নভেম্বর ২০১৫

নাটোরে রংপুর এক্সপ্রেস ট্রেন ও পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষে আহত ১০

সংবাদদাতা, নাটোর॥ নাটোরে সোমবার গভীর রাতে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন ও পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত ও পন্যবোঝাই ট্রাকটি দুমড়ে মুচড়ে যাওয়ার ঘটনায় অন্ততঃ ১০ জন আহত হয়েছে। এতে তাৎক্ষনিকভাবে রাজধানী ঢাকা সহ দক্ষিন এবং উত্তরাঞ্চলের সাথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ভোরের দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে লইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জানা যা সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি শহরের হুগোল বাড়িয়া রেল ক্রসিং পার হওয়ার সময় পাথর বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। দূর্ঘটনার সময় রেল গেট বন্ধ না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। আহত ১০ জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘ আট ঘন্টা উত্তরবঙ্গের সাথে রাজধানী ঢাকাসহ দক্ষিবঙ্গের রেল যোগাযোগ বন্ধ থাকার পর পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়েছে ।
×