ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহে জেল হত্যা দিবস পালিত

প্রকাশিত: ১৮:১৮, ৩ নভেম্বর ২০১৫

ঝিনাইদহে জেল হত্যা দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ॥ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, শোক র‌্যালী, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও সমাবেশের মধ্যে দিয়ে ঝিনাইদহে জেল হত্যা দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনিমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। সেখান থেকে সকাল সাড়ে ৭ টায় শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেরণা ৭১’ এ ফিরে সেখানে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে। পরে পোষ্ট অফিস মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। সেসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সাইদুল করিম মিন্টু, জেলা পরিষদ প্রশাসক এ্যাড.আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, আওয়ামী লীগ নেতা এড.আব্দুর রশিদ, গোলাম সরোয়ার সউদ, তৈয়ব আলী জোয়ার্দ্দার, মাসুদ আহমেদ সনজু, আসাদুর রহমান, শহিদুল ইসলাম হিরন, এসএম আনিছুর রহমান খোকা, জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্র লীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ সহ আওয়ামী লীগের অংগসংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
×