ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিয়ার পালমিরায় রাশিয়ার বিমান হামলা

প্রকাশিত: ১৮:০৭, ৩ নভেম্বর ২০১৫

সিরিয়ার পালমিরায় রাশিয়ার বিমান হামলা

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরায় আইএসের (ইসলামিক স্টেট) অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত সোমবার এ কথা জানানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সু-২৫ জেটের বোমা হামলায় একটি দুর্গ, একটি বাঙ্কার ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে। মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, পুনঃসংস্কার করা ১৩ শতকের একটি ক্যাসল সংলগ্ন এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। হামলায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ক্যাসলটি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন তারা। তবে এতে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা স্পষ্ট করে জানাতে পারেননি মানবাধিকার কর্মীরা। স্থানীয় এক মানবাধিকার কর্মী জানান, সোমবার অন্তত আট দফা বিমান হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, গত মে’তে পালমিরার দখল নেয় আইএস। এরপর প্রাচীন সমাধিক্ষেত্র ধ্বংস করে দেয় এই জঙ্গি সংগঠনটি।
×