ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একমাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে দুই লাখেরও বেশি শরণার্থী

প্রকাশিত: ১৭:৫৭, ৩ নভেম্বর ২০১৫

একমাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে দুই লাখেরও বেশি শরণার্থী

অনলাইন ডেস্ক ॥ এ বছরের অক্টোবর মাসে দুই লাখ ১৮ হাজারেরও বেশি শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছেছেন। এমনটাই জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। ২০১৪ সালের পুরো বছরেও এতো সংখ্যক মানুষ এ সাগর পাড়ি দেয়নি। পুরো বছরে পাড়ি দিয়েছিল দুই লাখ ১৬ হাজার ৫৪ জন। অক্টোবর মাসের এই চিত্র শরণার্থী সংকটের প্রকটতার কথাই ফুটিয়ে তুলছে। এই মুহূর্তে এ সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নেওয়া গেলে সামনে বিশ্বকে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করে ইউএনএইচসিআর।
×