ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেকর্ড গড়ে সর্বকালের সেরা বিলেস

প্রকাশিত: ০৫:৪৬, ৩ নভেম্বর ২০১৫

রেকর্ড গড়ে সর্বকালের সেরা বিলেস

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব জিমন্যাস্টিকসের ইতিহাসে আগে কখনও যা ঘটেনি সেটাই হলো এবার বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপস আসরে। অভূতপূর্ব এ ঘটনার সাক্ষী হয়ে থাকল গ্লাসগোর হাইড্রো এ্যারেনা। শেষদিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্ময়কন্যা সিমোনা বিলেস আরও দুটি ব্যক্তিগত স্বর্ণ জিতেছেন ব্যালান্স বিম ও ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে। এর মধ্যে আছে ‘পারফেক্ট টেন’ স্কোর। সেটা তাঁকে সর্বকালের সেরাদের কাতারে ঠাঁই করে দিয়েছে। সবমিলিয়ে এবারের আসরে ৪টি স্বর্ণ জিতে বিশ্ব জিমন্যাস্টিকসে মোট ১০ স্বর্ণ পদক জেতার অনন্য রেকর্ড গড়েছেন তিনি। এর আগে জিমন্যাস্টিকসের ইতিহাসে কেউ বিশ্ব চ্যাম্পিয়নশিপসে ১০ স্বর্ণ জিততে পারেননি। তাই নতুন এ ইতিহাস গড়েই এবারের আসর শেষ করলেন ১৮ বছর বয়সী ৪ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এ কৃষ্ণাঙ্গ তরুণী। আগেই রেকর্ডের মুখোমুখি হয়ে গিয়েছিলেন বিলেস। দলগত জিমন্যাস্টিকসে যুক্তরাষ্ট্রের মেয়েদের সঙ্গে তিনিও স্বর্ণপদক গলায় ঝুলিয়েছেন। এরপর অলরাউন্ড ইভেন্টে টানা তৃতীয় বার স্বর্ণজয়ের অভূতপূর্ব রেকর্ড গড়ে বিশ্বরেকর্ড গড়ার কাছাকাছি চলে যান। কারণ ক্যারিয়ারে আটটি বিশ্ব চ্যাম্পিয়নশিপস স্বর্ণ হয়ে গেছে। তার চেয়ে এগিয়ে ছিলেন সভেতলানা খোরকিনা, রোমানিয়ার জিনা গোগিয়ান এবং সাবেক সোভিয়েত জিমন্যাস্ট ল্যারিসা ল্যাটিনিনা। এরা সবাই বিশ্ব চ্যাম্পিয়নশিপসে ৯ স্বর্ণ জয়ের রেকর্ড গড়েছিলেন। কিন্তু এবার গ্লাসগোয় দারুণ সুযোগ ছিল বিলেসের সবাইকে ছাড়িয়ে যাওয়ার। শেষদিনে তিনি সেটাই করে দেখালেন। ১০ স্বর্ণ জিতে এখন সর্বকালের সর্বসেরা জিমন্যাস্ট। সবমিলিয়ে বিশ্ব আসরে ১৪ পদক তাঁর, ১০ স্বর্ণের সঙ্গে আছে ২টি করে রৌপ্য ও ব্রোঞ্জ। এক্ষেত্রে তিনি ল্যাটিনিনার সঙ্গে টাই করে ফেললেও বিলেসের চেয়ে এগিয়ে আছেন গোগিয়ান (১৫) ও খোরকিনা (২০)। দারুণ এক রেকর্ড সৃষ্টির পর উচ্ছ্বসিত বিলেস। তিনি বলেন, ‘এটা এক বিস্ময়কর অনুভূতি। আমার মনে হ
×