ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ

গাইবান্ধায় নাশকতা মামলার আসামি মাদ্রাসায় নিয়োগ

প্রকাশিত: ০৪:১৬, ৩ নভেম্বর ২০১৫

গাইবান্ধায় নাশকতা মামলার আসামি মাদ্রাসায় নিয়োগ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২ নবেম্বর ॥ পলাশবাড়ি উপজেলার মাঠেরবাজার আবু বক্কর সিদ্দিক ফাজিল মাদ্রাসায় সম্প্রতি গোপনে পেট্রোলবোমা মেরে যাত্রীবাহী গাড়ি পোড়ানো, নাশকতাসহ একাধিক মামলার পলাতক আসামি জামায়াত নেতা সাইদুর রহমানকে প্রিন্সিপাল পদে এবং রাশেদুল হককে ভাইস প্রিন্সিপাল পদে নিয়োগ দেয়া হয়েছে। এ ব্যাপারে অবিলম্বে এ নিয়োগ বাতিল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে পলাশবাড়ি উপজেলা ১৪ দলের নেতৃবৃন্দ একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। গাইবান্ধা জেলা প্রশাসক পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসারকে জরুরীভিত্তিতে অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক মতামতসহ প্রতিবেদন প্রেরণের জন্য বলা হয়েছে। এই অভিযোগ পত্রে স্বাক্ষর করেন পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি তোফাজ্জল হোসেন সরকার, সাধারণ সম্পাদক আবু বক্কর প্রধান, সাংগঠনিক সম্পাদক আবদুুল মতিন সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুত, উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, সাধারণ সম্পাদক আবদুল জলিল সরকার। অভিযোগে উল্লেখ করা হয়, পলাশবাড়ি-সাদুল্যাপুর এলাকার সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকার সম্প্রতি তার আপন ভাগ্নে শিমুলকে ডিও লেটারের মাধ্যমে পলাশবাড়ি উপজেলার মাঠেরবাজার আবু বকর সিদ্দিক ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নিযুক্ত করেন। ওই মাদ্রাসার প্রিন্সিপাল পদে নাশকতা মামলার পলাতক আসামি জামায়াত নেতা সাইদুর রহমানকে নিয়োগ করেন ওই গভর্নিং বডির সভাপতি শিমুল। উল্লেখ্য, সাইদুর রহমান পলাশবাড়ি উপজেলা জামায়াতের সাবেক আমীর, বর্তমান জামায়াতের রোকন এবং নাশকতা-সহিংসতাসহ বহু মামলার পলাতক আসামি এবং পুলিশ যাকে গ্রেফতারের জন্য হন্যে হয়ে খুঁজছে। এছাড়া ওই মাদ্রাসায় ভাইস-প্রিন্সিপাল পদে জামায়াত নেতা নাশকতা সহিংসতা মামলার পলাতক আসামি রাশেদুল হক নিয়োগ পেয়েছেন ও বাংলা প্রভাষক এবং কৃষি শিক্ষক পদেও দু’জনকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছে। স্বেচ্ছায় রক্তদান নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২ নবেম্বর ॥ সোমবার স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, স্বেচ্ছায় রক্তদান এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সন্ধানী ডোনার ক্লাব গাইবান্ধা দিবসটি পালন করে। জেলা সিভিল সার্জন সম্মেলন কক্ষে সন্ধানী ডোনার ক্লাব গাইবান্ধার সভাপতি সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র শামছুল আলম, আবু জাফর সাবু, ডাঃ এবিএম আবু হানিফ প্রমুখ। সার ও বীজ বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উজিরপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সোমবার বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস ১ হাজার ১৫০ কৃষকের মাঝে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর বিশ্বাস উপস্থিত ছিলেন।
×