ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ২ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ॥ আটক ৫

প্রকাশিত: ০১:০৫, ২ নভেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে ২ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ॥ আটক ৫

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদর উপজেলার গোপালনগরে জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল, ১১টি তৈরীর মেশিন ও কাচামাল জব্দ জব্দ করেছে। এমএনএস ফিশিং নেট কারখানার এই অভিযানে ৫ জনকে আটক করে চার জনকে একমাস করে বিনাশ্রম করাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে দুই ঘন্টা ব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন আলদালতটির বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল¬াহ আল মামুন। র‌্যাব-১১ ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় অভিযান সফল হয়। র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার সিবলী সাদিক পরে জব্দ জালগুলো ধলেশ্বরী তীরে এনে পুড়িয়ে দেয়া হয়। কারখানাটির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মেশিন ও কাচঁমালগুলো জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল¬াহ আল মামুন জানান, অবৈধ কারেন্ট জ্বাল উৎপাদনের দায়ে কারখানাটির কর্মচারী জুয়েল (৩৩), আতিকুল (২৮), ইরফান কাজী (২২), দুলালকে (৪২) এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। তবে আটকৃত রুবেল জাল তৈরির কাজে জড়িত না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
×