ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে বাল্যবিবাহ প্রতিরোধ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ০০:৫৯, ২ নভেম্বর ২০১৫

দুর্গাপুরে বাল্যবিবাহ প্রতিরোধ শীর্ষক সেমিনার

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর(নেত্রকোনা)॥ নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন আয়োজিত বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস আলোঘর প্রকল্পের সহযোগীতায় বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের করনীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় সোমবার। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) মোহাম্মদ মোকলেছুর রহমান এর সভাপতিত্বে উপজেলার ঈমাম,কাজী,জনপ্রতিনিধি,সাংবাদিক ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহনে মিঃ বেনেডিক্ট মাংসাং এর সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ পাঠ করেন দৈনিক জনকন্ঠের প্রতিনিধি নিতাই সাহা। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন,মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন,অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মোঃ রেজাউল ইসলাম খান, এ ছাড়া অন্যান্যের মধ্যে আলোচনা করেন,প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিনয় চন্দ্র শর্মা, সমাজসেবা কর্মকর্তা মোঃ আলাল উদ্দিন প্রমুখ। অংশগ্রহনকারীদের মধ্যে একটি বাল্যবিবাহ প্রতিরোধ সেল গঠন করা হয়।
×