ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দীপনসহ অন্যদের হত্যাকারীদের বিচার দাবি কিশোরগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: ০০:০৬, ২ নভেম্বর ২০১৫

দীপনসহ অন্যদের হত্যাকারীদের বিচার দাবি কিশোরগঞ্জে মানববন্ধন

নিজস্ব সংবাদদদাতা, কিশোরগঞ্জ ॥ জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপনসহ অন্য মুক্তমনা লেখক হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে প্রতিবাদী বিক্ষোভ মিছিল-সমাবেশ, মানববন্ধন ও কালোব্যাজ ধারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে জেলা গণজাগরণ মঞ্চের উদ্যোগে শহরের রঙমহল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তৃতা করেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট হাসান ইমাম রঞ্জু, বিশিষ্ট শ্রমিক নেতা সিরাজুল ইসলাম সাত্তার, আঃ রহমান রুমী, জেলা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক রাজিব বণিক, যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন প্রমুখ। অপরদিকে একই দাবিতে সোমবার জেলার পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কালোব্যাজ ধারণসহ মানববন্ধন কর্র্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা আওয়াগী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, অধ্যক্ষ মোঃ কফিল উদ্দীন, উদীচী শিল্পী গোষ্ঠীর উপজেলা সংসদের সভাপতি প্রভাষক চিত্তরঞ্জন বর্মন, প্রভাষক তরীকুল হাসান শাহীন প্রমুখ। পৃথক পৃথকভাবে আয়োজিত এসব প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, দিনদুপুরে প্রকাশ দীপনকে হত্যাসহ অন্যদের হত্যার চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা আরো বলেন, বর্তমানে প্রগতিশীল লেখক ও প্রকাশকরা রীতিমতো নিরাপত্তানতায় ভুগছেন। তারা সরকারের কাছে এসব মুক্তমনা লেখক ও প্রকাশকদের নিরাপত্তার জোর দাবি জানান।
×