ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএম কলেজে মাদক বিরোধী কনসার্ট

প্রকাশিত: ০০:০২, ২ নভেম্বর ২০১৫

বিএম কলেজে মাদক বিরোধী কনসার্ট

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিক্ষার্থীদের মাদক বিরোধী সংগঠন জয়যাত্রার উদ্যোগে বরিশাল বিএম কলেজের মুক্ত মঞ্চে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল থেকে শুরু হওয়া সংগীত ও নৃত্যানুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ানের শিল্পী রাফাত, চ্যানেল আইয়ের সেরা কন্ঠের শ্রেরসি ও নীপা গাঙ্গুলী। ছন্দময় নৃত্যে উপস্থিত অতিথি ও দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন বরিশালের নৃত্যশিল্পী মুরাদ আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক। আয়োজক জয়যাত্রার সভাপতি হিসাব বিজ্ঞান শেষবর্ষের ছাত্র মো. মারুফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর কাজী নজরুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক কাইউম উদ্দিন, কলেজ ছাত্র কর্মপরিষদের ভিপি মঈন তুষার, জিএস নাহিদ সেরনিয়াবাত প্রমুখ।
×