ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় সকল পুস্তক দোকান আধাবেলা বন্ধ

প্রকাশিত: ২৩:৫৬, ২ নভেম্বর ২০১৫

গাইবান্ধায় সকল পুস্তক দোকান আধাবেলা বন্ধ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ মুক্তমনা ব্লগের বই প্রকাশ করায় ঢাকার প্রকাশক হত্যার প্রতিবাদে সোমবার আধাবেলা গাইবান্ধা জেলার সকল পুস্তক দোকান বন্ধ রাখা হয়েছে। মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিত রায়ের বই প্রকাশ করায় জঙ্গীদের টার্গেট ক্লিনিংয়ের শিকার হয়ে জাগ্রতি প্রকাশনার মালিক ও পুস্তক বিক্রেতা সমিতি ঢাকার শাহবাগ থানার সভাপতি ফয়সাল আবেদীন দীপন হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনার কর্ণধার আহমেদুর রশিদ টুটুল প্রকাশনা সংস্থায় হামলার প্রতিবাদে এই কর্মসূচী পালিত হয়। কেন্দ্রীয় কমিটির ডাকে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচী পালন করে। পরে সমিতির জেলা কার্যালয়ে সভাপতি আবেদ আলীর সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা ফেরদৌস ইসলাম খান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি বিভ্যুতি ভূষণ মন্ডল, আশিষ কুমার কার্জ্জি, আবু রায়হান চাকলদার প্রমুখ। বক্তারা দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
×