ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রিসের প্রধান ব্যাংকগুলোর মূলধন বাড়াতে ইসিবি'র নির্দেশ

প্রকাশিত: ২২:০৪, ২ নভেম্বর ২০১৫

গ্রিসের প্রধান ব্যাংকগুলোর মূলধন বাড়াতে ইসিবি'র নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গ্রিসের ৪টি প্রধান ব্যাংককে মূলধন ১ হাজার ৫শ' ৯০ কোটি ডলার পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক। গত ৬ মাসে গ্রিসের ব্যাংক, বিনিয়োগকারী এবং করদাতাদের যে লোকসান হয়েছে, সে ক্ষতি পুষিয়ে নিতেই ব্যাংকগুলোকে এ নির্দেশ দেয়া হয়েছে। ব্যাংকগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাংক অব গ্রিস, পিরাউস ব্যাংক, ইউরোব্যাংক এবং আলফা ব্যাংক। আগামী ৬ নভেম্বরের মধ্যে ব্যাংকগুলোকে পুনঃঅর্থায়ন পরিকল্পনা ইসিবি'র কাছে জমা দিতে বলা হয়েছে।
×