ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সমাজভিত্তিক গণসংগঠনের জাতীয় সম্মেলন ॥ কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২১:২৩, ২ নভেম্বর ২০১৫

সমাজভিত্তিক গণসংগঠনের জাতীয় সম্মেলন ॥  কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে সমঅংশগ্রহণমূলক উন্নয়নকল্পে সমাজভিত্তিক গণসংগঠন সমূহের জাতীয় সম্মেলন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে পপি-রীকল প্রকল্প ও অক্সফাম আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার রেশমা পারভীন। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ মোশারফ হোসেন, সিবিও সদস্য মিঠামইনের লুৎফর রহমান লিটন, নিকলীর আমেনা বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সাংবাদিক সুবীর বসাক, আলম সারোয়ার টিটু, সাইফউদ্দীন আহমেদ লেনিন প্রমুখ। লিখিত বক্তব্যে জানানো হয়, জেলার নিকলী ও মিঠামইন উপজেলার ৪টি ইউনিয়নের ২১টি গ্রামে ২৫টি সিবিও’র মাধ্যমে হাওড় এলাকার দরিদ্র ও অতিদরিদ্র মানুষের বন্যাজনিত বিপদাপন্নতা, নদী ভাঙ্গন, নিরাপদ স্যানিটেশন, স্বাস্থ্য সচেতনতা এবং নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সংস্থাটি কাজ করছে। আগামী ৪-৫ নবেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সম্মেলনে উপরোক্ত বিষয়ের ওপর গুরুত্বারোপ করে প্রকল্প সংশ্লিষ্ট ও ১১ নারী সদস্যসহ মোট ২০ জন সিবিও অংশগ্রহণ করবে।
×