ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা ই-সেবা থেকে বঞ্চিত

প্রকাশিত: ২০:৩০, ২ নভেম্বর ২০১৫

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা ই-সেবা থেকে বঞ্চিত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ প্রায় এক দশকের বেশী সময় ধরে ইউনিয়ন পরিষদের সচিব না থাকায় সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছে। সচিব নেই বলেই চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ঘরে বসে কাজ কর্ম সারেন প্রতিনিয়ত। এ কারণে জাতীয় সনদ, ওয়ারিশ সনদ, জন্ম সনদ ও মৃত্যু সনদ সহ বিভিন্ন কর্মকান্ডে বিঘœ সৃষ্টি হচ্ছে। এ ছাড়া ই-সেবা কেন্দ্রের কর্মচারী না থাকায় জন্ম ও মৃত্যু সনদ নিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে দ্বীপবাসিকে। এ খাতে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব। উপজেলা প্রশাসন থেকে দূরে সরে থাকার কারণে এ সমস্যার সৃষ্টি হচ্ছে বলে দাবী স্থানীয় বাসিন্দাদের। ইউপি সচিব না থাকায় ইউনিয়নের সরকারী হিসাব পত্রেরও কোন সঠিক পরিসংখ্যান নেই বলে জানা গেছে। ইউনিয়ন পরিষদের জন্য সরকারী যে সব আসবাবপত্র ও মূল্যবান বিভিন্ন সামগ্রী বরাদ্দ আসে, তা চেয়ারম্যান, মেম্বারদের বাড়িতে শোভা পাচ্ছে। তা ব্যবহার করছে তাদের বাড়ি-ঘরে। যেমন ই-সেবা কেন্দ্র সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যানের আত্মীয়-স্বজনরা ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।
×