ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাকার সাফাই সাক্ষীর সমন জারির আবেদন খারিজ

প্রকাশিত: ১৯:০৪, ২ নভেম্বর ২০১৫

সাকার সাফাই সাক্ষীর সমন জারির আবেদন খারিজ

স্টাফ রির্পোটার ॥ মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মানবতাবিরোধী অপরাধী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর আবেদনের শুনানি আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আর সাকার সাফাই সাক্ষীর সমন জারির আবেদন খারিজ করেছেন সর্বোচ্চ আদালত। আজ সোমবার এ দিন ধার্য করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ। অন্য বিচারপতিরা হচ্ছেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সাকা চৌধুরীর পক্ষে শুনানি করেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
×