ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে র‌্যাব ও সন্ত্রাসীদের গুলিবিনিময় ॥ আসামি নিহত

প্রকাশিত: ১৮:২২, ২ নভেম্বর ২০১৫

ঝিনাইদহে র‌্যাব ও সন্ত্রাসীদের গুলিবিনিময় ॥ আসামি নিহত

নিজস্ব সংবাদদাতা, জিনাইহদ॥ ঝিনাইদহের কালীগঞ্জে র‌্যাব ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়ে মা মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি কামাল শেখ নিহত হয়েছে। আজ সোমবার ভোররাতে ঝিনাইদহ-যশোর সড়কের কড়াইতলা নামক স্থানে র‌্যাব চেকপোষ্ট বসিয়ে একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় মিলন সাহা নমে এক র‌্যাব সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে র‌্যাব ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে। নিহত ব্যক্তি গত ২০ অক্টোবর ভোররাতে কালীগঞ্জের ফরাসপুর গ্রামে ঘরে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে মা-মেয়েকে পুড়িয়ে হত্যা করে। সে যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের বাবলু শেখের ছেলে কামাল শেখ। ঝিনাইদহ র‌্যাব জানায় সকাল ৯টার পর হাসপাতালে মৃতদেহ দেখে স্থানীয় লোকজন নিহত ব্যক্তিকে সনাক্ত করে। গত ২০ অক্টোবর ভোররাতে কালীগঞ্জে ঘরে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে মা-মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামী কামাল শেখ বলে তারা জানায়।
×