ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিল্পকলা একাডেমির শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান

প্রকাশিত: ০৫:৪৫, ২ নভেম্বর ২০১৫

শিল্পকলা একাডেমির শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় শনিবার সন্ধ্যা ৬-৩০টায় একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারী সঙ্গীত কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা পারভীন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মোঃ সোহরাব উদ্দীন। আলোচনা শেষে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন কণ্ঠশিল্পী রাজেশ সাহা (মারু বেহাগ) ও সুপ্রিয়া দাশ (রাগ-ছায়ানট), যন্ত্রশিল্পী শাহনাজ জামান (রাগমালা (হাওয়াইন গিটার)) ও নিশিথ দে (রাগ-ইমন সেতার), নৃত্যশিল্পী বেনজীন সালাম (ওডিসি) ও লুবনা চৌধুরী (কথাকলি )।
×