ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সোমালিয়ার হোটেলে আল শাবাবের হামলায় নিহত ১২

প্রকাশিত: ০৫:৪২, ২ নভেম্বর ২০১৫

সোমালিয়ার হোটেলে  আল শাবাবের হামলায় নিহত ১২

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি আবাসিক হোটেলে আল শাবাব জঙ্গীদের বোমা হামলা ও গুলিবর্ষণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। জঙ্গীরা রবিবার ভোরে দুটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে সাহাফি নামের হোটেলের ভেতরে প্রবেশ করে কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ খবর জানিয়েছে। খবর ওয়েবসাইটের। সাহাফি হোটেলটিতে দেশটির অনেক আইনপ্রণেতা ও সরকারী কর্মকর্তা প্রায়ই অবস্থান করেন। পশ্চিমা সমর্থিত সরকারকে উৎখাতের চেষ্টায় রাজধানীতে প্রায়ই হামলা চালানো আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। আল শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব বলেন, মুজাহিদরা সাহাফি হোটেলে প্রবেশ করে এটির দখল নিয়েছে। লক্ষ্যস্থলে নিরাপত্তা বাহিনীর অবস্থানে বোমা হামলা চালিয়ে ভেতের যোদ্ধাদের ঢুকিয়ে দেয়া আল শাবাবের প্রচলিত কৌশল।
×