ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুজাহিদ ও সাকার রিভিউ শুনানি আজ

প্রকাশিত: ০৫:২৪, ২ নভেম্বর ২০১৫

মুজাহিদ ও সাকার রিভিউ শুনানি আজ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল ও আলবদর কমান্ডার মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নিজস্ব বাহিনীর স্বঘোষিত ব্রিগেডিয়ার সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর আজ সোমবার শুনানি হবে। আপীল বিভাগের কার্যতালিকায় ১৬ ও ১৭ নম্বরে রাখা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপীল বেঞ্চে পৃথকভাবে এ শুনানি চলবে। বেঞ্চের অন্য তিন বিচারপতি হলেনÑ বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এদিকে রিভিউ শুনানি পেছাতে সময়ের আবেদন জানিয়েছেন মুজাহিদ। অন্যদিকে নিজের পক্ষে কয়েকজন সাফাই সাক্ষীকে সমন জারি করার আবেদন করেছেন সাকা চৌধুরী। সরকার নির্বাহী আদেশে তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এ দুই আবেদনেরও শুনানির দিন একই সঙ্গে ধার্য রয়েছে কার্যতালিকায়। গত ১৪ অক্টোবর আপীল বিভাগে পৃথক রিভিউ আবেদন করেন মুজাহিদ ও সাকা চৌধুরী। পরদিন আবেদন দুটির দ্রুত শুনানির দিন ধার্যের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। ২০ অক্টোবর রিভিউ শুনানির দিন ২ নবেম্বর ধার্য করেন আপীল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মোট ৩৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে ৩২ যুক্তি দেখিয়ে অভিযোগ থেকে অব্যাহতি ও মৃত্যুদ- থেকে খালাস চেয়েছেন মুজাহিদ। রিভিউয়ের পেপারবুক দাখিল করা হয়েছে তিন শতাধিক পৃষ্ঠার। অন্যদিকে সাকা চৌধুরীর মোট ১০৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে ১০ যুক্তি দেখিয়ে অভিযোগ থেকে অব্যাহতি ও মৃত্যুদ- থেকে খালাস চাওয়া হয়েছে। দু’জনেরই প্রধান আইনজীবী হিসেবে সর্বোচ্চ আদালতে রিভিউ আবেদন দুটির শুনানিতে আসামিপক্ষে নেতৃত্ব দেবেন খন্দকার মাহবুব হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করবেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
×