ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইইউবিএটিতে ইসলামী পোশাক নিষেধ- হাইকোর্টে রিট

প্রকাশিত: ০২:১০, ১ নভেম্বর ২০১৫

আইইউবিএটিতে ইসলামী পোশাক নিষেধ- হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার॥ রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড এগ্রিকালচার টেকনোলজি (আইইউবিএটি)তে ইসলামী পোশাকের উপর নিষেধাজ্ঞা জারির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে এক রিট করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রানা পারভেজসহ ৭ শিক্ষার্থীদের পক্ষে রিট আবেদনটি করেন আইনজীবী জাফর আলী ও মাহবুব মোরশেদ। হাই কোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে বলে জানান আইনজীবী জাফর আলী। তিনি বলেন, রিট আবেদনে শিক্ষার্থীরা যাতে ইসলামী পোশাক(পাজামা, পাঞ্জাবী, রোরকা, হিজাব) পড়ে বিশ্ববিদ্যালয়ে সকল কাজে অংশ গ্রহণ করতে পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে।
×