ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্প্রেড নির্দেশনা মানেনি ২১ ব্যাংক

প্রকাশিত: ০০:২২, ১ নভেম্বর ২০১৫

স্প্রেড নির্দেশনা মানেনি ২১ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংকের আমানত ও ঋণের সুদহারের ব্যবধান বা স্প্রেড ৫ শতাংশীয় পয়েন্টের নিচে থাকলেও ২১টি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানেনি। এরমধ্যে ৬টি বিদেশী ও ১৫টি বেসরকারী ব্যাংকের স্প্রেড ৫ শতাংশীয় পয়েন্টের বেশি রয়েছে। সবচেয়ে বেশি স্প্রেড রয়েছে বিদেশী খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের। ব্যাংকটির স্প্রেড ৯ দশমিক ৭১ শতাংশ। এরপরে রয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংকের। ব্যাংকটির স্প্রেড ৯ দশমিক ৬ শতাংশ। রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত স্প্রেড সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টম্বর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঋণের ক্ষেত্রে ১০ দশমিক ১৯ শতাংশ হারে সুদ আদায় করেছে। আমানতের বিপরীতে দিয়েছে ৬ দশমিক ৬২ শতাংশ সুদ। স্প্রেড দাঁড়িয়েছে ৩ দশমিক ৫৭ শতাংশীয় পয়েন্ট। বিশেষায়িত ব্যাংকের স্প্রেড সবচেয়ে কম মাত্র ২ দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট। আমানতের বিপরীতে দিয়েছে ৭ দশমিক ৮৮ শতাংশ সুদ। এই খাতের ব্যাংকগুলোর ঋণের ক্ষেত্রে ভারিত গড় সুদহার ১০ দশমিক ১৩ শতাংশ দাঁড়িয়েছে। বেসরকারি খাতের ১৫ ব্যাংকের স্প্রেড ৫ শতাংশীয় পয়েন্টের ওপরে অবস্থান করছে। গত সেপ্টম্বর মাসে বেসরকারী ব্যাংকগুলো ঋণের ক্ষেত্রে ১১ দশমিক ৯৫ শতাংশ হারে সুদ আদায় করেছে। আমানতের বিপরীতে দিয়েছে ৬ দশমিক ৮৯ শতাংশ সুদ। স্প্রেড দাঁড়িয়েছে ৫ দশমিক ০৬ শতাংশীয় পয়েন্ট। বিদেশি ব্যাংকগুলোর স্প্রেড এখনো ৫ শতাংশীয় পয়েন্টের উপরে রয়েছে। বিদেশি ব্যাংকগুলো আমানতের বিপরীতে ২ দশমিক ৯৩ শতাংশ সুদ দিয়ে ঋণের বিপরীত আদায় করছে ১০ দশমিক ৫৩ শতাংশ সুদ। এ খাতের ব্যাংকগুলোর স্প্রেড সবচেয়ে বেশি ৭ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট।
×