ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালাইয়ে যোগসাজোসে টিআর-কাবিখা প্রকল্পের টাকা লুটপাট

প্রকাশিত: ২৩:৫৫, ১ নভেম্বর ২০১৫

কালাইয়ে যোগসাজোসে টিআর-কাবিখা প্রকল্পের টাকা লুটপাট

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাটের কালাইয়ে টিআর ও কাবিখার টাকা লুটপাটের কারনে উন্নয়ন কাজ ক্ষতিগ্রস্থ হচ্ছে এমন অভিযোগ উঠেছে। উপজেলার দু’দফায় টিআর ও কাবিখার ৭৭টি প্রকল্পে বরাদ্দ আসা চাল ও গমে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস প্রকল্প কমিটির সভাপতিদের কাছ থেকে টন প্রতি ৩ হাজার করে টাকা তুলে ভাগবাটোয়ারা করে নিয়েছেন। সূত্র জানায়, ২০১৪-১৫ অর্থবছরে কালাই উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টিআর-কাবিখা কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে ৭৭টি প্রকল্পের বিপরীতে দু’দফায় বরাদ্দ দেয়া হয় ১৫ লাখ ৪৩ হাজার ১৮০ দশমিক ৮৫ টাকা এবং ১৬৪ দশমিক ২৫ মেট্রিক টন চাল ও ৮৬ দশমিক ৭৯৬৮ মেট্রিক টন গম। প্রকল্পের তালিকা পিআইও’র কার্যালয়ে দাখিলের পরপরই প্রকল্পের কাজ শুরুর আগেই টন প্রতি চাল মাত্র ১৮ থেকে ২০ হাজার টাকায় এবং টন প্রতি গম মাত্র ১৬ থেকে ১৭ হাজার টাকায় পিআইও’র মনোনীত ডিও কেনাবেচার সেন্ডিকেট চক্রের কাছে প্রকল্প কমিটির সভাপতিদের বিক্রি করতে হয়। ওই টাকার মধ্য থেকেই পিআইও অফিসে টন প্রতি দিতে হয় ৩ হাজার টাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো অস্বীকার করে বলেন, নীতিমালা অনুযায়ীই সব প্রকল্পের কাজ হয়েছে। সৌর বিদ্যুতায়ন প্রকল্প বিষয়ে তিনি বলেন, সরকারি বা সরকারের সহযোগী প্রতিষ্ঠান থেকে মালামাল কেনার জন্যে প্রকল্পের সভাপতিদের আমি বলেছি, একথা সত্য। কিন্তু নিজ উদ্যোগে কোন কাজ করিনি।
×