ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে যুব দিবস পলিত

প্রকাশিত: ২৩:২৯, ১ নভেম্বর ২০১৫

ঝালকাঠিতে যুব দিবস পলিত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠি জেলা যুব প্রশিক্ষন কেন্দ্রের মিলনায়তনে যেগেছে যুব, যেগেছে বাংলাদেশ ২০৪০ সালে উন্নত বাংলাদেশ এই শ্লোগান নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যুব দিবস ২০১৫ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুব অধিদপ্তরের সহকারী পরিচালক মিজনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়–য়া প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আ: রাকিব ও প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত। অন্যদের মধ্যে যুব প্রশিক্ষন কেন্দ্রের সমন্বয়কারী মো: আব্দুল্লাহ আল আমিন, সফল যুব আত্মকর্মী মো: সাইফুল্লাহ, শফিকুল ইসলাম হিরু ও জাহিদুল ইসলাম রিপন বক্তব্য রাখেন। একই অনুষ্ঠানে ৭ জন যুব কর্মীকে ৪ লাখ ১০ হাজার টাকা ঋনের চেক বিতরন এবং যুব দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার প্রদান করা হয়।
×