ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছিটমহলের ভারতী নাগরিকত্ব নেয়া মানুষ গুলো বাংলাদেশ ছাড়ছে

প্রকাশিত: ২২:৫০, ১ নভেম্বর ২০১৫

ছিটমহলের ভারতী নাগরিকত্ব নেয়া মানুষ গুলো বাংলাদেশ ছাড়ছে

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট॥ আজ পহেলা নভেম্বর হতে বাংলাদেশের ভিতরে থাকা সদ্য বিলুপ্ত ভারতীয় ১১১টি ছিটমহলের ভারতীয় নাগরিকত্ব নেয়া ট্রাভেল পাসধারীরা বাংলাদেশের ছেড়ে যেতেকোন বাধা রইল না। তারা ভারতে যেতে সকল ধরনের প্রস্তুতি শেষ করেছে। বিলুপ্ত ছিটমহলের ৯৭৯ জন ভারতী নাগরিকত্ব নেয়া মানুষ গুলো বাংলাদেশ ছেড়ে যেতে এখন প্রস্তুত। চলতি বছরের ৩১ জুলাই মধ্যরাতে ছিটমহল বিনিময় স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যায়। গত ৬৮ বছরের পরাধিনতার বিড়ম্বনার ছিটমহলবাসীরা খোলস থেকে মুক্ত হয়ে যায়। ভারত ও বাংলাদেমর ভিতরে থাকাকা ১৬২টি ছিটমহলের নাগরিকরা নিজনিজ দেশের ভিতরে থাকা রাষ্ট্রের নাগরিকত্ব পায়। তবে ১১১টি সদ্য বিলুপ্ত ছিটমহলের ৯৭৯ জন বাংলাদেশের ভিতরের ছিটমহলের নারী পুরুষ ভারতীয় নাগরিকত্ব বেছে নেয়। এরমধ্যে লালমনিরহাট জেলার পাটগ্রামের অভ্যন্তরের বিলুপ্ত ৫৯টি ছিটমহলের মধ্যে ৫টি থেকে ৩১টি পরিবারের ১৩৩জন ও হাতীবান্ধা উপজেলার অভ্যন্তরে বিলুপ্ত ২টি ছিটমহল থেকে ৯টি পরিবারের ৬৪জনসহ মোট ১৯৭জন ভারতে যাওয়ার জন্য ট্রাভেল পাস পেয়েছেন। সদ্য বিলুপ্ত ছিটমহল গুলোতে বেড়ে ওঠায় হঠাৎ শিঁকড় ছিঁড়ে চলে যাওয়া ছিটমহল গুলোতে বেদনাতুর পরিস্থিতি তৈরী হয়েছে। ভারতে চলে যাওয়ার দিন ট্রাভেল পাসধারীদের বিদায় জানাতে আসা আত্মীয়-স্বজনরা বাড়ীতে চলছে দাওয়াত খাওয়ার পালা।
×