ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে জাপার দুই গ্রুপের সমঝোতা ॥ সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১৯:৫৯, ১ নভেম্বর ২০১৫

নীলফামারীতে জাপার দুই গ্রুপের সমঝোতা ॥ সংবাদ সম্মেলন

স্টাফ রির্পোটার,নীলফামারী॥ নীলফামারীতে জাতীয় পাটির দুই গ্রুপের চলমান বিবাদের নিরসন হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী ২৫ ডিসেম্বর পাটির জেলা সম্মেলন ঘিরে একটি প্রস্তুতি আহবায়ক কমিটি গঠন করা হয়। শনিবার রাত ৯টার দিকে জেলা জাতীয় পাটির কার্যালয়ে জেলা কমিটির আহ্বায়ক বিরোধী দলীয় হুইপ নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরী ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান।সংবাদ সম্মেলনে বিবাদমান দলের দুটি গ্রুপের নেতাকর্মীদের উপস্থিত থাকতে দেখা যায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলন প্রস্তুতিকে কেন্দ্র করে নেতাকর্মীদের যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটানো হয়েছে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে জেলা সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে দুই গ্রুপের সমঝোতায় ১১ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির আহ্বায়ক হয়েছেন বিরোধী দলীয় হুইপ নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরী। অন্যান্য সদস্যরা হলেন, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, মাহবুব আলী বুলু, রশিদুল ইসলাাম, বজলার রহমান, সাজ্জাদ পারভেজ, শাহজাহান চৌধুরী, হারুন অর রশিদ, নূরুল আমীন, চন্দন ও আবুবক্কর সিদ্দিক। পাটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ওই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
×