ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এনসিএল-এ বরিশাল ৪০১/৩ ॥ রাজশাহী এগিয়ে ২২ রানে

প্রকাশিত: ১৯:২৫, ১ নভেম্বর ২০১৫

এনসিএল-এ  বরিশাল ৪০১/৩ ॥ রাজশাহী এগিয়ে ২২ রানে

অনলাইন ডেস্ক॥ জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) শেষ রাউন্ডের ২য় দিনের খেলা অনুষ্ঠিত হচ্ছে বগুড়া ও খুলনায়। কক্সবাজারে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোপলিটনের খেলা এবং চট্রগামে রংপুর ও খুলনা বিভাগের খেলা প্রথম দিনে মত আজও বৃষ্টির কারনে ২য় দিনেও বন্ধ রয়েছে। বগুড়ায় অনুষ্ঠিত খেলায় লাঞ্চ বিরতি পর্যন্ত বরিশাল তিন উইকেটের বিনিময়ে ৪০১ রান সংগ্রহ করেছে। গতকালের ৩২৩ রানে এক উইকেট নিয়ে খেলতে নেমে আজ তারা কালকের দুই সেঞ্চুরিয়ান শাহরিয়ার ও রাব্বির দুটি উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে। আজ শাহরিয়ার ১৬৮ ও রাব্বি ১৩৩ রানে আউট হয়। উইকেট দু’টি পেয়েছেন বেলাল হোসেন। এখন অপরাজিত আছেন সালমান হোসেন ও আল আমিন যথাক্রমে ২৬ ও ৩৬ রানে। অপর খেলায় সিলেট বিভাগেরকে প্রথম দিনে ১৭৬ রানে অলআউট করে রাজশাহীর বোলারা। এর জাববে গতকালের ২ উইকেটে ৪২ রার নিয়ে খেলতে নেয়ে লাঞ্চ বিরতি পর্যন্ত আরও এক উকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে। রাজশাহী বিভোগের রান ৩ উইকেটে ১৯৮ রান। এখন অপরাজিত আছেন হামিদুল ইসলাম ৬৩ ও ফরহাদ হোসেন ৭৭ রানে। লাঞ্চ বিরতি পর্যন্ত রাজশাহী ২২ রানে এগিয়ে হাতে আছে ৭ উইকেট।
×