ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি উপাচার্যের

প্রকাশিত: ০৮:৫০, ১ নভেম্বর ২০১৫

হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি উপাচার্যের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রকাশনা প্রতিষ্ঠান ‘জাগৃতি’ প্রকাশনীর প্রকাশক ও ব্লগার ফয়সাল আরেফিন দীপন দুর্বৃত্তদের হামলায় নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। খবর বাসস’র। শনিবার সন্ধ্যায় উপাচার্য এক বিবৃতিতে দুর্বৃত্তদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। উপাচার্য প্রগতিশীল বিজ্ঞান লেখক ড. অভিজিত রায়ের আরেক প্রকাশক আহমেদুর রশীদ টুটুলকে হত্যাচেষ্টারও তীব্র নিন্দা জানান এবং ক্ষোভ প্রকাশ করেন। উপাচার্য বলেন, ধর্মীয় সাম্প্রদায়িকতা এবং জঙ্গীবাদকে প্রতিরোধ করার জন্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দীপনের পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
×