ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯০ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৬:২৯, ১ নভেম্বর ২০১৫

গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯০  কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১৭ কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকরা ১৯০ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার লেনদেন করেছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য পাওয়া যায়। জানা গেছে, গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন হওয়া ১৭ কোম্পানির মধ্যে রয়েছেÑ এমারেল্ড অয়েল, মোজাফফর স্পিনিং, এনসিসি ব্যাংক, জাহিন স্পিনিং, এএফসি এগ্রো, কনফিডেন্স সিমেন্ট, ডেল্টা লাইফ, অলিম্পিক, সানলাইফ ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, ফুওয়াং সিরামিক, প্রাইম লাইফ, সাইফ পাওয়ারটেক, সাউথইস্ট ব্যাংক, ফিনিক্স ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং এবং আইপিডিসি। আলোচিত সময়ে এসব কোম্পানির পরিচালকরা ৫ কোটি ৯৭ লাখ ২৭ হাজার ২১৮টি শেয়ার ৪২ বার লেনদেন করেন, যার বাজারমূল্য ১৯০ কোটি ৬২ লাখ ৭৬ হাজার টাকা। গত সপ্তাহে ব্লক মার্কেটে এমারেল্ড অয়েলের ২ লাখ ৯ হাজার শেয়ার ৪৭৫ বার লেনদেন হয়, যার বাজারমূল্য ১ কোটি ১১ লাখ ২৩ হাজার টাকা। মোজাফফর হোসেন স্পিনিংয়ের ২ লাখ ৩০ হাজার শেয়ার চারবার লেনদেন হয়, যার বাজারমূল্য ৯৩ লাখ ৫০ হাজার টাকা। এনসিসি ব্যাংকের ১ লাখ শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারমূল্য ৮ লাখ ৯০ হাজার টাকা। জাহিন স্পিনিংয়ের ৪৫ লাখ ১৪ হাজার ৭৫০টি শেয়ার সাতবার লেনদেন হয়, যার বাজারমূল্য ১৩ কোটি ৯ লাখ ২৮ হাজার টাকা। এএফসি এগ্রোর ১ লাখ শেয়ার দু’বার লেনদেন হয়, যার বাজারমূল্য ৬০ লাখ টাকা। কনফিডেন্স সিমেন্টের ৬০ হাজার শেয়ার দু’বার লেনদেন হয়, যার বাজারমূল্য ৫৪ লাখ টাকা। ডেল্টা লাইফের ৩ লাখ শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারমূল্য ২ কোটি ৭৯ লাখ টাকা। অলিম্পিকের ১৪ লাখ ৫০ হাজার ৫শ’ শেয়ার চারবার লেনদেন হয়, যার বাজারমূল্য ৪৪ কোটি ২৪ লাখ ২ হাজার টাকা। সানলাইফ ইন্স্যুরেন্সের ২ লাখ ৪০ হাজার শেয়ার তিনবার লেনদেন হয়, যার বাজারমূল্য ৬৭ লাখ ৯০ হাজার টাকা। ব্র্যাক ব্যাংকের ২ লাখ ৯৭ হাজার ৩০৩টি শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারমূল্য ১ কোটি ৩৪ লাখ ৩৮ হাজার টাকা। ফুওয়াং সিরামিকের ১ লাখ ৭০ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারমূল্য ২৩ লাখ ৯৭ হাজার টাকা। প্রাইম লাইফের ৬ লাখ ২০ হাজার শেয়ার দু’বার লেনদেন হয়, যার বাজারমূল্য ২ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা। সাইফ পাওয়ারটেকের ১০ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারমূল্য ৬ লাখ ২৩ হাজার টাকা। সাউথইস্ট ব্যাংকের ১ লাখ ২৫ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারমূল্য ২১ লাখ টাকা। ফিনিক্স ইন্স্যুরেন্সের ৩ লাখ শেয়ার দু’বার লেনদেন হয়, যার বাজারমূল্য ৭০ লাখ ৮০ হাজার টাকা। প্রিমিয়ার লিজিংয়ের ৫ লাখ শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারমূল্য ৪৬ লাখ টাকা এবং আইপিডিসির ৫ কোটি ৫ লাখ ১৯০টি শেয়ার তিনবার লেনদেন হয়।
×