ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে রজনী কান্ত স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৬:১১, ১ নভেম্বর ২০১৫

সিরাজগঞ্জে রজনী কান্ত স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে উপমহাদেশের পঞ্চকবির অন্যতম কবি রজনী কান্ত সেন স্মরণে বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলকুচি উপজেলার সেনভাংগাবাড়ি কান্ত কবির বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মজিদ ম-ল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যক্ষ করুনা রানী সাহা, সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রহিমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, রজনী সংসদ ও পাঠাগারের সভাপতি এ্যাডভোকেট সানোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম প্রমুখ। বক্তারা বলেন, রজনী কান্ত সেন ছিলেন ব্যতিক্রমধর্মী একজন গীতিকবি। তিনি ভাঙ্গাবাড়ি গ্রামে বসেই সাহিত্য, কবিতা, ছড়া, গান রচনা করেছেন। গানের সুর করেছেন এবং সেই গান নিজেই গেয়েছেন। তার এই লেখনীগুলো উদ্ধার করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে বক্তারা দাবি করেন, কবির স্মরনে ভাঙ্গাবাড়ি গ্রামে কবির নামে একটি কলেজ, কালচার একাডেমি, অডিটরিয়াম স্থাপনসহ দখল হয়ে যাওয়া কবির জমি উদ্ধার করতে হবে।
×