ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৫ হাজার কর্মী ছাঁটাই হচ্ছে জার্মান ডয়েচে ব্যাংকে

প্রকাশিত: ০৫:৪০, ১ নভেম্বর ২০১৫

১৫ হাজার কর্মী ছাঁটাই হচ্ছে জার্মান ডয়েচে ব্যাংকে

প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে জার্মানির বৃহত্তম ব্যাংক ডয়েচে ব্যাংক। বছরের তৃতীয় প্রান্তিকে ৬শ’ কোটি ইউরো লোকসান হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ, যা মোট কর্মীর ১৫ শতাংশ। কর্তৃপক্ষ বলছে, পূর্ণকালীন ৯ হাজার এবং খ-কালীন চুক্তিবদ্ধ ৬ হাজার কর্মী ছাঁটাই করা হবে। এছাড়াও ২০১৬ এবং ২০১৭ সালের মধ্যে ছোটখাটো অনেক ব্যবসায়িক কার্যক্রমও বন্ধ করে দেবে প্রতিষ্ঠানটি, যার সঙ্গে জড়িত অন্তত ২০ হাজার মানুষের জীবিকা। ২০১৮ সালের মধ্যে মুনাফার ধারায় পৌঁছানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ। লোকসানের খবর প্রকাশের পড় ফ্রাঙ্কফুটে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমেছে সাড়ে ৫ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×