ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা চেম্বারের সংবাদ সম্মেলন

ব্যবসায়িক খরচ কমাতে মানসম্পন্ন বিদ্যুত দরকার

প্রকাশিত: ০৫:৪০, ১ নভেম্বর ২০১৫

ব্যবসায়িক খরচ কমাতে মানসম্পন্ন বিদ্যুত দরকার

স্টাফ রিপোর্টার ॥ ডুয়িং বিজনেস শীর্ষক সূচকে বাংলাদেশের দুই ধাপ অবনমনে উদ্বেগ প্রকাশ করে ঢাকা চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ বলেছেন, ব্যবসার উন্নয়ন এবং ব্যবসায়িক খরচ কমাতে বিদ্যুত সংযোগ অপরিহার্য হয়ে পড়েছে। তবে বিদ্যুত সংযোগ দিলেই হবে না, তা হতে হবে কোয়ালিটি সম্পন্ন। শনিবার ঢাকা চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রি বোর্ড রুমে ‘ডুয়িং বিজনেস-২০১৬’ শীর্ষক বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান পর্যালোচনা বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উৎপাদনশীল খাতে বিদ্যুৎ সংযোগ দেয়ার আহ্বান জানিয়ে হোসেন খালেদ বলেন, বিদ্যুত সংযোগের ক্ষেত্রে উৎপাদশীল খাতকে প্রাধান্য দিতে হবে। এ মুহূর্তে বিদ্যুত দিলে শুধু চট্টগ্রামেই ৩ হাজার শিল্পকারখানা দ্রুত চালু করা যাবে। তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের করা এ রিপোর্টটি বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক। আশাকরি সরকার রিপোর্টটিকে ইতিবাচক হিসাবেই দেখবে। কোন কোন জায়গায় আমাদের সমস্যা আছে এবং কোন কোন জায়গায় আমাদের ভাল করতে হবে তা প্রতিবেদনটিতে উঠে এসেছে। এখন সরকারকে মনোযোগ দিয়ে এ প্রতিবেদন পর্যবেক্ষণ করতে হবে এবং কিছু পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশর অর্থনীতিও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর নির্ভরশীল। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে সরকারকে আরও বেশি মনোযোগ প্রদান করতে হবে। ব্যবসার সর্বত্র খরচ বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি ব্যবসায়ীদের অপ্রয়োজনীয় খরচ হ্রাসের আহ্বান জানান। সূচকে বাংলাদেশের অবনমন প্রসঙ্গে হোসেন খালেদ বলেন, সরকারকে দোষারোপ করার কিছু নেই। সরকার অনেকগুলো নতুন পদ্ধতি হাতে নিয়েছে। উপরের মহলের স্বদিচ্ছা থাকলেও মধ্যমদিকে এসে মনোযোগটা তেমন থাকে না। সার্বিক পরিস্থির উন্নয়নের জন্যে ব্যবসায়িক মাধ্যমগুলোকে ডিজিটাইজেশন করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ বিচারে বাংলাদেশ দুই ধাপ পিছিয়েছে। বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৭৪ নম্বরে। গত বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৭২তম। ডুয়িং বিজনেস ২০১৬-এর ছয়টি সূচকে পিছিয়েছে বাংলাদেশ। ব্যবসা শুরুর সূচক ছাড়াও নিবন্ধীকরণ সম্পদ, ঋণপ্রাপ্তি, ক্ষুদ্র বিনিয়োগকারী রক্ষা ও কর পরিশোধ সূচকগুলোতে পিছিয়েছে বাংলাদেশ। এছাড়া পাঁচটি সূচকে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিসিআইয়ের উর্ধতন সহ-সভাপতি হুমায়ুন রশিদ, সহ-সভাপতি সোয়েব চৌধুরী, বিইউআইএলডি’র ফেরদৌস আরা বেগম প্রমুখ।
×