ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিদেশী শিক্ষার্থীদের সঙ্গে একদিন

প্রকাশিত: ০৫:৩৭, ১ নভেম্বর ২০১৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিদেশী শিক্ষার্থীদের সঙ্গে একদিন

সাধারণত আমাদের দেশে শিক্ষার্থীদের বিদেশে পড়তে যেতে দেখা যায়। কিন্তু এখন অনেক বিদেশী শিক্ষার্থীও আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছে। এর মধ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম। এ বিশ্ববিদ্যালয়ে নেপাল, নাইজিরিয়া, জিবুতি ও ভুটানের ১২০ শিক্ষার্থী পড়ছে। তারা পড়ছেন টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স ও বিবিএ-র মতো যুগোপযোগী বিষয়গুলোতে। এরই মধ্যে এ ক্যাম্পাসকে তারা আপন করে নিয়েছেন। সোমালিয়ার শিক্ষার্থীরা আগে বাংলাদেশ সম্পর্কে খুব একটা জানতেন না। যতটুটু জানতেন, তা-ও ইন্টারনেট ঘেঁটে। বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন দেশী শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের পদচারণায়ও মুখর। শিক্ষা ও গবেষণা উন্নয়নের জন্য বাংলাদেশের উত্তর জনপদ দিনাজপুরে প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে উঠেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ১৯৯৯ সালে একমাত্র কৃষি অনুষদ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এর ৮টি অনুষদের অধীনে ২২টি বিষয়ে ডিগ্রী দেয়া হচ্ছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে দেশী বিদেশী মিলে প্রায় ৬ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত করছে। গত বছর পর্যন্ত এখানে শুধু নেপাল থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসত কিন্তু বর্তমানে নেপালসহ আরও প্রায় ৪টি দেশ থেকে প্রায় ১২০ শিক্ষার্থী এ বছর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে নেপাল, দিবুতি, সোমালিয়া, নাইজেরিয়া, ইথিওপিয়া অন্যতম। যুগের সঙ্গে তাল মিলিয়ে তারা ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোকে বেশি পছন্দ করেছে এছাড়াও কিছু ডিভিএম, কিছু বিবিএতে ও কিছু কৃষিতে ভর্তি হয়েছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে প্রায় ১২০ বিদেশী শিক্ষার্থী অধ্যয়নরত আছে। কয়েকজন বিদেশী শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসের আনন্দময় জীবনের সবচেয়ে বড় এবং সব সময়ের সঙ্গী হলো বন্ধুরা, যদিও নিজ দেশের স্কুল-কলেজের পুরনো বন্ধুদের ছেড়ে প্রথম কয়েকদিন ভিন্ন দেশে ভিন্ন পরিবেশে এসে মন খারাপ হয়েছিল। কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। মোঃ মাইনউদ্দিন সোহাগ
×