ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিসাব বিজ্ঞান

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৪০, ১ নভেম্বর ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

১.রেওয়ামিল প্রস্তুতে মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব ইত্যাদি কোন কলামে লিখতে হয়? ক) ক্রমিক নং কলামে খ) ডেবিট কলামে গ) ক্রেডিট কলামে ঘ) হিসাবের শিরোনাম কলামে ২. দেনাদার কী জাতীয় সম্পত্তি? র. চলতি সম্পত্তি রর. স্থায়ী সম্পত্তি ররর. কাল্পনিক সম্পত্তি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৩. ব্যবসায়ের আয়তন ও নিরাপত্তা বিবেচনা করে নগদ অর্থের আদান-প্রদানে সহায়ক ভূমিকা পালন করে কে? ক) মালিক খ) পাওনাদার গ) হিসাবরক্ষক ঘ) ব্যাংক ৪.স্থায়ী সম্পত্তির মেরামত লিপিবদ্ধ হয় কোথায়? ক) মেরামত হিসাবে খ) স্থায়ী সম্পদ হিসাবে গ) বকেয়া হিসাবে ঘ) মূলধন হিসাবে ৫. ঘটনা ও লেনদেনের মধ্যে সম্পর্ক কী? ক) একই অর্থবোধক খ) একই অর্থবোধক নয় গ) একটি আরেকটির পরিপূরক ঘ) পৃথক পৃথক হিসাব ৬. প্রাপ্তি-প্রদান হিসাবে লিপিবদ্ধ করা হয় - র. মূলধন জাতীয় প্রাপ্তি রর. মুনাফা জাতীয় প্রাপ্তি ররর. মুনাফা জাতীয় প্রদান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৭. ব্যাক্তিবাচক হিসাবের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে কোনটি? ক) ব্যবসায়ের দেনা খ) ব্যবসায়ের পাওনা গ) পাওনাদার ঘ) ব্যবসায়ের দায় ৮. কোনটি স্বত্বাধিকারের বৃদ্ধি ঘটায়? ক) আয় বা লাভ খ) ব্যয় গ) ক্ষতি ঘ) ব্যয় বা ক্ষতি ৯. হ্রাসকারী হিসাব নামে পরিচিতি- র. উত্তোলন হিসাব রর. ক্রয় ফেরত ও ক্রয় বাট্টা ররর. বিক্রয় ফেরত ও বিক্রয় বাট্টা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১০. নিচের কোন ভুলগুলো রেওয়ামিলে ধরা পড়ে? র. টাকার অঙ্কের ভুল রর. লেখার ভুল ররর. খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১১.মি. রহিম একজন ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানে ‘সাধারণ সঞ্চিতি’ রাখার সিদ্ধান্ত নেন, কারণ- র. প্রতিষ্ঠানের মুনাফাকে সঠিকভাবে বন্টন করার জন্য রর. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা মজবুত করার জন্য ররর. প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করার জন্য নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১২. কোনটি বিশ্লেষণ করে একাধিক বছরের আর্থিক অবস্থার তুলনামূলক মূল্যায়ন সম্ভব? ক) মোট লাভ বিশেষণ খ) নিট লাভ বিশেষণ গ) নগদ প্রবাহ বিশেষণ ঘ) অনুপাত বিশ্লেষণ ১৩. হিসাবসমীকরণের ভিত্তি হল- ক) মোট সম্পদ = মোট দায় খ) মোট ডেবিট টাকা = মোট ক্রেডিট টাকা গ) মোট সম্পত্তি = মোট লাভ ঘ) মোট দায় = মোট ক্ষতি ১৪. বিক্রয় জাবেদায় মোট কয়টি ঘর থাকে? ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) ছয়টি ১৫. বিনামূল্যে পণ্য বিতরণ কোন জাতীয় হিসাব? ক) বিজ্ঞাপন হিসাব খ) দায় হিসাব গ) সম্পত্তি হিসাব ঘ) ক্রয় হিসাব ১৬. মূল হিসাব নামে অভিহিত করা হয়- র. দেনাদার হিসাবকে রর. নামিক হিসাবকে ররর. পাওনাদার হিসাবকে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১৭. আধুনিক হিসাব সমীকরণের মূল উপাদানগুলো হচ্ছে- ক) সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব খ) সম্পদ, আয়ব্যয় গ) মূলধন, সম্পদ, দায় ও ব্যয় ঘ) মূলধন, সম্পদ ও আয়ব্যয় ১৮. ক্যাশমেমোর উপরিভাগে মুদ্রিত থাকে- র. বিক্রয় প্রতিষ্ঠানের নাম রর. বিক্রয় প্রতিষ্ঠানের বিক্রেতার স্বাক্ষর ররর. বিক্রয় প্রতিষ্ঠানের ঠিকানা নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১৯. খতিয়ান প্রস্তুতকরণের দ্বিতীয় ধাপ কোনটি? ক) পোস্টিং খ) উদ্বৃত্ত নির্ণয় গ) লিপিবদ্ধকরণ ঘ) শুদ্ধিকরণ ২০. হিসাবরক্ষকের অজ্ঞতার কারণে একটি ভুল অন্য একটি ভুল দ্বারা উভয়দিক সমান হলে কী ধরনের ভুল হয়? ক) বাদ পড়ার ভুল খ) লিখার ভুল গ) পরিপূরক ভুল ঘ) নীতিগত ভুল ২১. পেশাজীবীদের (ডাক্তার, উকিল প্রভৃতি) হিসাব রাখার প্রয়োজন- ক) আয়কর নির্ধারণের জন্য খ) লাভ-লোকসান নির্ণয়ের জন্য গ) আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য ঘ) আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য ২২. আরোপনযোগ্য খরচ হলো - র. দালানকোঠা নির্মাণে কংক্রিট মিক্সারের খরচ রর. জুতা তৈরিতে পায়ের ছাঁচ খরচ ররর. চুক্তির ঠিকা কার্য পাওয়ার ভ্রমণ ব্যয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৩. যদি লাভের হার বিক্রয়মূল্যের ওপর ২৫% হয় এবং উৎপাদন ব্যয় ১,২০,০০০ টাকা এবং মোট ব্যয় ১,৮০,০০০ টাকা হয় তাহলে বিক্রয়ের পরিমাণ কত? ক) ১,৬০,০০০ টাকা খ) ২,৪০,০০০ টাকা গ) ২,৫০,০০০ টাকা ঘ) ৩,০০,০০০ টাকা ২৪. জনাব আনিছ ৫% বাট্টা পেয়ে ৩০,০০০ টাকার চকলেট ক্রয় করেন যার ৬০% বাকিতে। দুইঘরা নগদান বইয়ে কী হবে? ক) ক্রেডিট দিকে, নগদের ঘরে ১২,০০০ টাকা খ) ক্রেডিট দিকে, নগদের ঘরে ১১,৪০০ টাকা গ) ডেবিট দিকে, নগদের ঘরে ১১,৪০০ টাকা ঘ) ব্যাংক ও নগদের ঘরে ক্রেডিটে ৩০,০০০ টাকা ২৫. প্রকৃতপক্ষে রেওয়ামিল হলো - র. একটি হিসাব খাতা রর. একটি পরিপূর্ণ হিসাব ররর. খতিয়ানের উদ্বৃত্তসমূহের তালিকা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ২৬. উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য কয়টি? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি ২৭. কোনটির কারণে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা কমায়? ক) হিসাব সচেতনতা খ) হিসাবরক্ষণ গ) উভয় ঘ) কোনোটিই নয় ২৮. খতিয়ানের আয়-ব্যয় হিসাবের মাধ্যমে কোনটি নির্ণয় করা সম্ভব? ক) সম্পত্তি ও দায় খ) সম্পত্তি ও আয় গ) লাভ-ক্ষতি ঘ) দেনা-পাওনা ২৯. বাহক চেক প্রাপ্তি একঘরা নগদান বইয়ের কোন দিকে লেখা হয়? ক) ডেবিট খ) ক্রেডিট গ) ডেবিট ও ক্রেডিট ঘ) ডেবিট বা ক্রেডিট ৩০. প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু সব ঘটনা লেনদেন নয়- এটিকে নিচের কোনটি বলা হয়? ক) লেনদেন খ) ঘটনা গ) লেনদেনের বৈশিষ্ট্য ঘ) আদান-প্রদানের মূলমন্ত্র ৩১. মূলত কাদের জন্য ব্যবসায়ে পণ্য উৎপাদন করা হয়? ক) মালিকের জন্য খ) কর্মচারীদের জন্য গ) ভোক্তাদের জন্য ঘ) জনগণের জন্য ৩২. হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হল- র. ঋণ প্রদানকারী রর. বিনিয়োগকারী ররর. ভোক্তা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৩. সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল একজন হিসাবরক্ষক পণ্য উৎপাদনের কোন খাতে অর্থ বরাদ্দ ও ব্যবহার নিশ্চিত করবেন? র. স্বাস্থ্যসম্মত কাঁচামাল ক্রয় রর. আধুনিক যন্ত্রপাতি ক্রয় ররর. প্রতিষ্ঠানের বর্জ্য সঠিক স্থানে ফেলার ব্যবস্থা করা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ৩৪. প্রত্যেক দেনাদার ও পাওনাদারের জন্য আলাদা খতিয়ান প্রস্তুত করাকে বলা হয়- ক) সাধারণ খতিয়ান খ) সংযুক্ত খতিয়ান গ) সহকারী খতিয়ান ঘ) সম্পূরক খতিয়ান ৩৫. পণ্য উৎপাদন বা অর্জনের ক্ষেত্রে ব্যয়ের সমষ্টিকে কী বলে? ক) উৎপাদন ব্যয় খ) প্রত্যক্ষ ব্যয় গ) পরোক্ষ ব্যয় ঘ) মোট ব্যয় ৩৬. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ হল- র. ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয় রর. সম্পত্তি ক্রয়ের জাহাজ ভাড়া ররর. যন্ত্রপাতি সংস্থাপন মজুরি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৩৭. কোনটি লেনদেন? ক) ম্যানেজারকে বেতন দেওয়া হল ৩০০০ টাকা খ) ৩০০০ টাকার পণ্য সরবরাহের ফরমায়েশ গ্রহণ করেন গ) তিনি একটি আলমারি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন ঘ) তার ছেলেমেয়ের স্কুলের বেতন বাবদ ৫০০ টাকা প্রদান করেন ৩৮. কোন নীতি অনুযায়ী মালিকের মূলধন ব্যবসায়ের জন্য একটি দায়? ক) চলমান প্রতিষ্ঠান খ) ব্যবসায়িক স্বত্বা গ) হিসাবকাল ঘ) বস্তুনিষ্ঠতা ৩৯. কোন ধরণের ব্যবসায় প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতি সর্বাধিক জনপ্রিয়? ক) একমালিকানা ব্যবসায় খ) অংশীদারি ব্যবসায় গ) ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় ঘ) যৌথ মূলধনী ব্যবসায় ৪০. দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কয়টি? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি ৪১. হিসাবরক্ষণের সুনির্দিষ্ট নীতির প্রয়োজনীয়তা অনুভব করেন কে? ক) এ. ডব্লিউ জনসন খ) এফ. ডব্লিউ পিক্সলি গ) এম. সি. শুক্লা ঘ) লুকা প্যাসিওলি ৪২. কোনটি অস্পর্শনীয় ও অদর্শনীয় সম্পত্তি? ক) সুনাম খ) কলকব্জা গ) বিনিয়োগ ঘ) ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ৪৩. সমন্বয় জাবেদা লেখা হয়- ক) নগদান বইতে খ) প্রকৃত জাবেদায় গ) জাবেদায় ঘ) খতিয়ান ৪৪. কর্মচারী ও কর্মকর্তা হিসাব তথ্যের কোন ধরনের ব্যবহারকারী? ক) অভ্যন্তরীণ খ) বাহ্যিক গ) অভ্যন্তরীণ ও বাহ্যিক ঘ) হিসাব তথ্য ব্যবহার করে না ৪৫. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় কখন? ক) নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স ক্রেডিট হলে খ) নগদান বইয়ের ব্যাংক কলামের উদ্বৃত্ত, ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সমান না হলে গ) ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত ক্রেডিট হলে ঘ) এটি একটি নিয়মিত প্রক্রিয়া ৪৬. নগদ প্রাপ্তি জাবেদায় দেনাদারকে কীভাবে লিখা হয়? ক) ডেবিট করা হয় খ) ক্রেডিট করা হয় গ) বৃদ্ধি করা হয় ঘ) বাদ দেওয়া হয় ৪৭. কোনটি বিশেষ জাবেদা? ক) ক্রয় জাবেদা খ) বিক্রয় জাবেদা গ) নগদ প্রদান জাবেদা ঘ) সবগুলো উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: * জনাব রকিব একজন তৈরী পোশাক ব্যবসায়ী। তিনি বাকিতে, নগদে ও চেকের মাধ্যমে মাল ক্রয় করে থাকেন। তিনি ব্যবসায়ে ব্যবহারের জন্য ধারে ১৫,০০০ টাকা মূল্যের আলমারি ক্রয় করেন। অফিসের জন্য ৫,০০০ টাকা দিয়ে টাইপরাইটার ক্রয় করেন। ৪৮. রেওয়ামিল প্রস্তুতে মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব ইত্যাদি কোন কলামে লিখতে হয়? ক) ক্রমিক নং কলামে খ) ডেবিট কলামে গ) ক্রেডিট কলামে ঘ) হিসাবের শিরোনাম কলামে ৪৯. দেনাদার কী জাতীয় সম্পত্তি? র. চলতি সম্পত্তি রর. স্থায়ী সম্পত্তি ররর. কাল্পনিক সম্পত্তি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৫০. ব্যবসায়ের আয়তন ও নিরাপত্তা বিবেচনা করে নগদ অর্থের আদান-প্রদানে সহায়ক ভূমিকা পালন করে কে? ক) মালিক খ) পাওনাদার গ) হিসাবরক্ষক ঘ) ব্যাংক সঠিক উত্তর: ১. (ঘ) ২. (ক) ৩. (ঘ) ৪. (ক) ৫. (খ) ৬. (ঘ) ৭. (খ) ৮. (ক) ৯. (ঘ) ১০. (ঘ) ১১. (খ) ১২. (ঘ) ১৩. (খ) ১৪. (গ) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (খ) ১৯. (খ) ২০. (গ) ২১. (ক) ২২. (ঘ) ২৩. (খ) ২৪. (খ) ২৫. (গ) ২৬. (খ) ২৭. (ক) ২৮. (গ) ২৯. (ক) ৩০. (গ) ৩১. (গ) ৩২. (ঘ) ৩৩. (গ) ৩৪. (গ) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (ক) ৩৮. (খ) ৩৯. (ঘ) ৪০. (ক) ৪১. (ঘ) ৪২. (ক) ৪৩. (খ) ৪৪. (খ) ৪৫. (খ) ৪৬. (খ) ৪৭. (ঘ) ৪৮. (ঘ) ৪৯. (ক) ৫০. (ঘ)
×