ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৪০, ১ নভেম্বর ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. গণমাধ্যমের স্বাধীনতার অর্থ কী? ক) সবকিছু রিপোর্টিং করার স্বাধীনতা খ) সরকারের স্বার্থ তুলে ধরা গ) জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরা ঘ) রাজনীতিকদের অবস্থা তুলে ধরা ২. অধিকার যদি অবাধ হয় তাহলে তা হবেÑ ক) কর্তব্য খ) ন্যায়বিচার গ) গণতন্ত্র ঘ) স্বেচ্চাচার ৩. সমাজে শোষক-শোষিত ছিল নাÑ এটা কোন সমাজব্যবস্থার বৈশিষ্ট্য? ক) দাস সমাজব্যবস্থা খ) আদিম সমাজব্যবস্থা গ) সামন্ত সমাজ ঘ) ধনতান্ত্রিক সমাজ ৪. কোন ধরনের দেশে ই-গভর্ন্যান্স প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ বাস্তবায়ন করতে পারে না? ক) উন্নত খ) উন্নয়শীল গ) পুঁজিবাদী ঘ) সমাজতান্ত্রিক ৫. দক্ষিণা আফ্রিকার বর্ণবৈষম্য উচ্ছেদ কোন ধরনের সাম্যের উদাহরণ? ক) স্বাভাবিক খ) অর্থনৈতিক গ) রাজনৈতিক ঘ) সামাজিক ৬. রাজতান্ত্রিক সরকার কাঠামোয়Ñ র. রাজা বা রানির হাতে চরম ক্ষমতা থাকে রর. রাজা বা রানি উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে ররর. বাহ্যিক শাসনকে মেনে নেয়া হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র,রর ও ররর ৭. জেনোফোবিয়া বলতে কী বোঝায়? ক) স্বজাতবোধ খ) বিদেশিদের প্রতি অহেতুক ঘৃণা গ) নাগরিকতা ঘ) বিদেশি নাগরিকতা ৮. কোন চুক্তি জাতীয়তাবাদী চেতনার ফসল? ক) ডেটন চুক্তি খ) তাসখ- চুক্তি গ) প্যারিস চুক্তি ঘ) ভার্সাই চুক্তি ৯. ‘সরকারি চাকরি লাভের অধিকার’- নাগরিকের কোন ধরনের অধিকার? ক) রাজনৈতিক অধিকার খ) অর্থনৈতিক অধিকার গ) সামাজিক অধিকার ঘ) নৈতিক অধিকার ১০. আমলাতন্ত্রের ব্যাপকভাবে পরিলক্ষিত হয়- র. নিয়মানুবর্তিতা রর. স্বজনপ্রীতি ররর. শৃঙ্খলাবোধ নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ১১. জনগণের কোনটি নৈতিক কর্তব্যের ভিত্তি? ক) অসচেতনতা খ) অনৈতিকতা গ) নৈতিকতা ঘ) দায়িত্ব ১২. বিচারক নিয়োগের সবচেয়ে উত্তম পদ্ধতি কোনটি? ক) জনগণের ভোটে খ) আইনসভার ভোটে গ) বিচারকগণের ভোটে ঘ) শাসন বিভাগ কর্তৃক সরাসরি নিয়োগ ১৩. দেশের সার্বিক ভারসাম্য রক্ষার জন্য কী প্রয়োজন? ক) ক্ষমতার কেন্দ্রীভূত অবস্থা খ) ক্ষমতার বিকেন্দ্রীকরণ গ) নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতার বণ্টন ঘ) স্থানীয় স্বায়ত্তশাসন ১৪. ইঁৎবধঁপৎধপু শব্দটি এসেছে কোন দুটি শব্দ থেকে? ক) ইঁৎবধঁ ও কৎধঃবরহ খ) ইড়াঁধশ ও কড়াঃবহ গ) ইড়াঁপশ ও কাধঃরধ ঘ) কাধঃবরহ ও ইঁপধশ ১৫. যে শাসন বিভাগে সরকা প্রধান শাসন কাজ পরিচালনা করে তাকে কী শাসন বিভাগ বলে? ক) নামমাত্র খ) প্রকৃত গ) একক ঘ) রাজতান্ত্রিক ১৬. বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস হয়। ইউরোপিয়ান কাউন্সিলের ক্ষেত্রে সালটি কত হবে? ক) ২০০৩ খ) ২০০৫ গ) ২০০৭ ঘ) ২০১০ ১৭. সাম্য বলতে বোঝায়Ñ র. সকলের জন্য সমান সুযোগ রর. নিজ নিজ দক্ষতা বিকাশের সুযোগ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ১৮. প্রাচীন গ্রিসে কী বিদ্যমান ছিল? ক) নগর খ) শহর গ) শহর কেন্দ্র ঘ) নগররাষ্ট্র ১৯. কোন অধ্যায়ন শাস্ত্রটিকে 'ঊফঁপধঃরড়হ ভড়ৎ ঈরঃরুবহংযরঢ়' বলে আখ্যায়িত করা যায়? ক) রাষ্ট্রবিজ্ঞানে খ) সমাজবিজ্ঞানে গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঘ) পৌরনীতি ও সুশাসন ২০. ‘আমার নিরাপত্তার অধিকারের মধ্যে অপরের অযৌক্তিক ও অন্যায়ভাবে আক্রমণ না করার কর্তব্য নিহিত’Ñ উক্তিটি কে করেছেন? ক) হব হাউস খ) অধ্যাপক লাস্কি গ) মন্টেস্কু ঘ) ম্যাক্স ওয়েবার ২১. ‘তথ্য ও যোগাযোগের প্রযুক্তি তথা ইন্টারনেট ব্যবহার করে রাষ্ট্রীয় সেবা উন্নয়নের পদ্ধতি হলো ই-গভর্ন্যান্সÑ উক্তিটি কার? ক) ঞযড়সধং ঋ. এড়ৎফড়হ খ) ঊ গ ডযরঃব গ) ঙঁমনঁৎহ ঘ) ঘ ঔ ঝসবষংবৎ ২২. সংবিধানকে সমুন্নত রাখার অর্থ কী? ক) রাষ্ট্রের সব কাজ সংবিধান অনুযায়ী হবে খ) আইনসভা কোনো কাজ জোর করে চাপিয়ে দেবে গ) মানুষের অধিকার থাকবে না ঘ) আইনের যথাযথ প্রয়োগ থাকবে না ২৩. নিচের কোনটি আমলাতন্ত্রের ত্রুটি? ক) জনসংযোগ খ) অনানুষ্ঠানিকতা গ) লালফিতার দৌরাত্ম্য ঘ) উদারতা ২৪. ই-গভর্ন্যান্স- ক) প্রমাসনিক ব্যয় বৃদ্ধি পায় খ) প্রশাসনিক বয় হ্রাস পায় গ) প্রশাসনিক ব্যয় স্থির থাকে ঘ) প্রশাসনিক ব্যয় শূন্য থাকে ২৫. উন্নয়শীল দেশে জনগণের নিকট প্রশাসনের জবাবদিহিতা না থাকায়Ñ র. প্রশাসন স্বেচ্ছাচারী হয়ে ওঠে রর. প্রশাসন সঠিক পথে পরিচালিত হয় ররর. সুশাসন ব্যাহত হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ২৬. ই-গভর্ন্যান্স এর পূর্ণরূপ কী? ক) ইলেকট্রিল গভর্ন্যান্স খ) ইলেকট্রনিক গভর্ন্যান্স গ) ইলেকট্রনিকস গভর্ন্যান্স ঘ) ইলেকট্রিফাইড গভর্ন্যান্স ২৭. ই-গভর্ন্যান্সের পূর্ণাঙ্গ ইংরেজি রূপ কোনটি? ক) ঊবপঃৎরপ এড়াবৎহধহপব খ) ঊষবপঃৎরপধষ এড়াবৎহধহপব গ) ঊবপঃৎরপ এড়াবৎসবহঃ ঘ) ঊবপঃৎড়হরপ এড়াবৎহধহপব ২৮. নৈতিকতা কী? ক) অসৎ নীতি খ) মূল্যবোধের ব্যবহার গ) নীতি সংক্রান্ত বিষয় ঘ) সামাজিক ন্যায়বিচার ২৯. রাজনৈতিক সংস্কৃতি হলো- র. জনসাধারণের মনোভাব, বিশ্বাস রর. নিরপেক্ষ বিচার বিভাগ, সরকারের দক্ষতা ররর. জনসাধারণের মূল্যবোধ, দৃষ্টিভঙ্গির সমষ্টি নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৩০. ‘রাষ্ট্রবিজ্ঞানে এটা ধরে নেওয়া হয় যে, মানুষ রাজনৈতিক জীব। কিন্তু মানুষ কিভাবে ও কেন রাজনৈতিক জীব সমাজবিজ্ঞানে তার ব্যাখ্যা দেয়ার চেষ্টা করা হয়’Ñ উক্তিটি কার? ক) অধ্যাপক গার্নার খ) অধ্যাপক গেটেল গ) ইএম হোয়াইট ঘ) এফআই গ্লাউড ৩১. নিচের কোনটি নগররাষ্ট্র নয়? ক) রোম খ) স্পার্টা গ) গ্রিস ঘ) বাংলাদেশ ৩২. ল্যাটিন ঈরারং শব্দের অর্থ কী? ক) নগররাষ্ট্র খ) নাগরিক গ) নাগরিকতা ঘ) পৌরনীতি ৩৩. শিক্ষিত সমাজের জন্য জনমত গঠনের উপযোগী বাহন কোনটি? ক) চলচ্চিত্র খ) রেডিও গ) পুস্তক-পুস্তিকা ও প্রচারপত্র ঘ) টেলিভিশন ৩৪. নিম্ন আদালত কত প্রকার? ক) এক খ) দুই গ) তিন ঘ) চার ৩৫. যে শাস্ত্র নাগরিকদের আচার-আচরণ, দায়িত্ব-কর্তব্য এবং স্থানীয়, জাতীয় ও আন্তজার্তিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক আলোচনার মাধ্যমে আদর্শ নাগরিক জীবন সম্পর্কে জ্ঞানদান করে তাকেÑ ক) অর্থনীতি বলে খ) সামাজিক বিজ্ঞান বলে গ) সমাজবিজ্ঞান বলে ঘ) পৌরনীতি বলে ৩৬. যে শাসনব্যবস্থায় ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকই সমান সুযোগ-সুবিধা ভোগ করে এবং যা জনমতের ভিত্তিতে পরিচালিত হয় তাকে কী বলা হয়? ক) গণতন্ত্র খ) একনায়কতন্ত্র গ) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ঘ) সংসদীয় গণতন্ত্র ৩৭. কোন সংগঠনকে ক্ষমতাসীন গোষ্ঠী কর্তৃক দলীয়করণ করার প্রবণতা লক্ষ্য করা যায়? ক) নাগরিক সংগঠন খ) সাংস্কৃতিক সংগঠন গ) আমলাতান্ত্রিক সংগঠন ঘ) সামাজিক সংগঠন ৩৮. ঘড়সধফরপ এৎড়ঁঢ় শব্দের অর্থ কী? ক) ভবঘুরে রাষ্ট্র খ) জাতীয়তা গ) জাতিয়তা ঘ) জাতি ৩৯. ‘অধিকার সমাজ বহির্ভূত বা সমাজ নিরপেক্ষ নয়। অধিকার সমাজভিত্তিক’Ñ উক্তিটি কে করেছেন? ক) হব হাউস খ) অধ্যাপক লাস্কি গ) টি এইচ গ্রিন ঘ) অধ্যাপক গার্নার ৪০. স্বাধীনতা হলো এমন সব সুযোগ-সুবিধার সমাহার যাÑ র. ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে রর. ব্যক্তির সুকুমার বৃত্তিগুলো বিকাশ সাধন করে ররর. ব্যক্তির সামাজিক মর্যাদা বৃদ্ধি করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৪১. স্বার্থ একত্রিকরণকারী বলা হয় কাকে? ক) চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে খ) রাজনৈতিক দলকে গ) জনগণকে ঘ) শিক্ষক সমাজকে ৪২. নেতৃত্বের কৌশলের উপাদান কয়টি? ক) এক খ) দুই গ) তিন ঘ) চার ৪৩. সুশাসনের ফলেÑ র. গণতন্ত্র শক্তিশালী হয় রর. গণ-আন্দোলন ররর. দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৪৪. আমলাতন্ত্রে সমস্ত কাজ রুটিনমাফিক করা হয়, কারণ আমলাতন্ত্র গুরুত্ব দেয়Ñ র. আনুষ্ঠানিকতার ওপর রর. কার্যপদ্ধতির ওপর ররর. বিধিবিধানের নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর অনুচ্ছেদটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও : লোকমান সাহেব একটি রানৈতিক সংগঠনের সদস্য। তিনি এই সংগঠন থেকে মনোনয়ন নিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চান। এজন্য তার সংগঠনের নীতি, আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি, নিজ সংগঠনের জনমত গড়ে তুলতে কাজ কর যাচ্ছেন।তিনি তার অনুগত কর্মীদের দেশপ্রেম ও জাতীয় স্বার্থে অনুপ্রাণিত উদ্বুদ্ধ করেন। ৪৫. গণমাধ্যমের স্বাধীনতার অর্থ কী? ক) দল খ) উপদল গ) চাপসৃষ্টিকারী গোষ্ঠী ঘ) স্বার্থবাদী গোষ্ঠী ৪৬. অধিকার যদি অবাধ হয় তাহলে তা হবেÑ ক) দলীয় স্বার্থ সংরক্ষিত হয় খ) জনমত সংগঠিত হয় গ) প্রতিনিধি নির্বাচিত হয় ঘ) নির্বাচন পরিচালিত হয় ৪৭. সমাজে শোষক-শোষিত ছিল নাÑ এটা কোন সমাজব্যবস্থার বৈশিষ্ট্য? ক) ?????? খ) ???????? গ) ??????? ঘ) ??????? ৪৮. কোন ধরনের দেশে ই-গভর্ন্যান্স প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ বাস্তবায়ন করতে পারে না? ক) ??????? খ) ?????? গ) ???????? ঘ) ??????? ৪৯. দক্ষিণা আফ্রিকার বর্ণবৈষম্য উচ্ছেদ কোন ধরনের সাম্যের উদাহরণ? ক) ??????? খ) ?????? গ) ???????? ঘ) ??????? ৫০. রাজতান্ত্রিক সরকার কাঠামোয়Ñ র. রাজা বা রানীর হাতে চরম ক্ষমতা থাকে রর. রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে ররর. বাহ্যিক শাসনকে মেনে নেয়া হয় নিচের কোনটি সঠিক? ক) ??????? খ) ?????? গ) ???????? ঘ) ??????? সঠিক উত্তর : ১. (গ) ২. (ঘ) ৩. (খ) ৪. (খ) ৫. (ঘ) ৬. (ক) ৭. (খ) ৮. (ঘ) ৯. (ক) ১০. (গ) ১১. (গ) ১২. (ঘ) ১৩. (গ) ১৪. (ক) ১৫. (খ) ১৬. (ক) ১৭. (ঘ) ১৮. (ঘ) ১৯. (ঘ) ২০. (খ) ২১. (ক) ২২. (ক) ২৩. (গ) ২৪. (খ) ২৫. (গ) ২৬. (খ) ২৭. (ঘ) ২৮. (খ) ২৯. (খ) ৩০. (খ) ৩১. (ঘ) ৩২. (খ) ৩৩. (গ) ৩৪. (খ) ৩৫. (ঘ) ৩৬. (ক) ৩৭. (গ) ৩৮. (ক) ৩৯. (খ) ৪০. (ঘ) ৪১. (খ) ৪২. (গ) ৪৩. (গ) ৪৪. (ক) ৪৫. (গ) ৪৬. (ঘ) ৪৭. (খ) ৪৮. (খ) ৪৯. (ঘ) ৫০. (ক)
×