ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্গাপুরে খুনের মামলার রায় ঘোষনা করায় সিপিবির আনন্দ মিছিল

প্রকাশিত: ২৩:৪৬, ৩১ অক্টোবর ২০১৫

দুর্গাপুরে খুনের মামলার রায় ঘোষনা করায় সিপিবির আনন্দ মিছিল

নিতাই সাহা,নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর(নেত্রকোনা)॥ বাংলাদেশ হাজং উন্নয়ন সংগঠনের সাধারন সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলার সদস্য আদিবাসী নেতা কমরেড সত্যবান হাজং হত্যা মামলার রায় গত বৃহস্পতিবার ঘোষনা করায় বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে আনন্দ মিছিল ও সমাবেশ করে শনিবার। দুর্গাপুরের টংক শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গন হতে এক বিশাল আনন্দ র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সিপিবি সভাপতি ডাঃ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবীদ উপজেলা ন্যাপ সভাপতি দূর্গাপ্রসাদ তেওয়ারী, এডভোকেট আঃ গণী, উপজেলা সুজন সভাপতি আয়কর উপদেষ্টা অজয় সাহা,উপজেলা সিপিবি সম্পাদক আলকাছ উদ্দিন মীর, কৃষক সমিতির যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম, যুব ইউনিয়ন উপজেলা সম্পাদক জুয়েল রানা, সত্যবানের পিতা তুশীল হাজং প্রমুখ। উল্লেখ্য,গত ২৩ এপ্রিল ২০০৬ ইং তারিখ উপজেলার লক্ষীপুর গ্রামে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের হাতে আদিবাসী নেতা সত্যবান হাজং নৃ-শংসভাবে খুন হয়।
×