ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলের দেলদুয়ারে লেবু চাষীদের চোখে মুখে হাসির ঝিলিক

প্রকাশিত: ২৩:১৭, ৩১ অক্টোবর ২০১৫

টাঙ্গাইলের দেলদুয়ারে লেবু চাষীদের চোখে মুখে হাসির ঝিলিক

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল॥ দেশে লেবুর ব্যাপক চাহিদা থাকায় এবং দাম ভালো পাওয়ায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় কৃষকদের কাছে লেবু চাষ ব্যাপক জনপ্রিয়। ধানের নায্য দাম না পাওয়ায় এবং লেবু চাষ ব্যাপক লাভজনক হওয়ায় দেলদুয়ারের কৃষকদের লেবু চাষের দিকে আগ্রহ দিন দিন বাড়ছে। ফলে ধান চাষের জমিগুলো লেবু চাষের আওতায় আসছে। হঠাৎ করে লেবুর দাম কমে যাওয়ায় চাষীদের চোখে মুখে হাতাশার ছাপ দেখা যায়। বর্তমানে তাদের সেই হাতাশা কাঁটতে শুরু করেছে। লেবুর দাম ভাল হওয়ায় চাষীদের চোখে মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে। লেবু চাষ করে স্বাবলম্বী হচ্ছে কৃষকরা। গুণগত মান ভাল, তাছাড়া সুগন্ধযুক্ত, সুস্বাদু ও লেবুর ভেতর বীজ না থাকায় দেলদুয়ারের লেবুর ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিদিন পুটিয়াজানী, বিলসা ও লাউহাটী বাজার থেকে পাইকাররা লেবু কিনে ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, দেলদুয়ারে এবার ৮শ’ হেক্টর জমিতে লেবু চাষ হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কানিজ সুরাইয়া সুলতানা বলেন, আমাদের সঠিক পরামর্শ, দিক নির্দেশনা ও সহযোগিতার ফলে দেলদুয়ারে ব্যাপক ভাবে লেবু চাষ হচ্ছে। কৃষকরা লেবু চাষ করে লাভবান হয়েছে। বর্ষাকালে লেবুর চাহিদা কম থাকায় এবং বাজারে লেবুর সরবরাহ বেশি হওয়ায় দাম কিছুটা কম ছিল। বর্ষাকাল শেষ হওয়ার সাথে সাথেই অবস্থার উন্নতি হয়েছে। তাছাড়া সরকারি/বেসরকারি উদ্যোগে লেবু প্রসেসিং কারখানা হলে এবং বিদেশে রপ্তানি করা গেলে কৃষকরা লাভবান হবে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
×