ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে ৫দিনব্যাপী শত বছরের ঐতিহ্যবাহী লক্ষ্মীপুজোর মেলা

প্রকাশিত: ১৯:৩৫, ৩১ অক্টোবর ২০১৫

বাগেরহাটে ৫দিনব্যাপী শত বছরের ঐতিহ্যবাহী  লক্ষ্মীপুজোর মেলা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট॥ বাগেরহাটের কচুয়ায় ৫দিন ব্যাপী শত বছরের ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজোর মেলা শুরু হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আইনজীবী আলহাজ্ব মীর শওকাত আলী বাদশা শনিবার মেলার উদ্বোধন করেন। হাজরা ওবায়দুর রেজা সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, শিকদার হাদিউজ্জামান হাদিজ, নাজমা সরোয়ার, মুক্তিযোদ্ধা হাজরা দেলোয়ার হোসেন, শেখ শমসের আলী, আবু বক্কার সিদ্দিক, মীর জয়েসী আশরাফী জেমস, কামরুল হাসান কচি, তুষার রায় রনি প্রমুখ। মেলা উপলক্ষে হাডুডু, ষাড়ের লড়াই, নৌকা বাইচ ইত্যাদির আয়োজন করা হয়।
×