ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আদনান সামির ভারতীয় নাগরিকত্ব পাওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ

প্রকাশিত: ১৯:০৮, ৩১ অক্টোবর ২০১৫

আদনান সামির ভারতীয় নাগরিকত্ব পাওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ

অনলাইন ডেস্ক॥ এক গাদা মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগে আপাতত বিশ বাঁও জলে পাকিস্তানি গায়ক আদনান সামির ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা। আদনান নিজের আবেদনে জানিয়ে ছিলেন, বিয়ে সংক্রান্ত একটি মামলায় তাঁর নামে মাত্র একটি ফৌজদারি মামলা চলছে। কিন্তু এবিপি নিউজের অন্তর্তদন্তে দেখা যাচ্ছে, আদনানের বিরুদ্ধে ফৌজদারি মামলার সংখ্যা একাধিক। পাওনা না মেটানোর একাধিক মামলার সঙ্গে ফেমা অ্যাক্টেও আদনানের মাথায় ঝুলছে একটি মামলা। নথি অনুযায়ী, পাকিস্তানে এই মুহূর্তে এই বিখ্যাত গায়কের নামে সাতটি ভিন্ন-ভিন্ন ধারায় মামলা চলছে। নিজের প্রাক্তন সেক্রেটারি, পরিচারক, নিরপত্তা এজেন্সি, কারও পাওনা গণ্ডাই মেটাননি তিনি। জমা দেননি ইনকাম ট্যাক্সও। বেশ কয়েকদিন আগেই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন আদনান। ভারতীয় সঙ্গীতে তাঁর অবদানের কথা মাথায় রেখে তাঁর নাগরিকত্বের জন্য তদ্বির করেছিল খোদ স্বরাষ্ট্র মন্ত্রক। চলতি বছরের অগস্টে ফুরিয়েছে তাঁর পাসপোর্টের মেয়াদ। পাক সরকার আর তাঁর পাসপোর্টের মেয়াদ বাড়াতে রাজি হয়নি। তারপর থেকে কেন্দ্রে বিশেষ অনুমতির জেরে অনির্দিষ্টকালের জন্য ভারতের বাসিন্দা তিনি। আদনানের বাবা পাকিস্তানি, মা ভারতীয়। জন্ম লন্ডনে। পড়াশোনা ব্রিটেনে, পাকিস্তানের সঙ্গেই তিনি কানাডারও নাগরিক। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×