ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লস্কর-ই-তৈয়বার রাশ টেনে ধরতে পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

প্রকাশিত: ০৭:০০, ৩১ অক্টোবর ২০১৫

লস্কর-ই-তৈয়বার রাশ টেনে  ধরতে পাকিস্তানের প্রতি  যুক্তরাষ্ট্রের আহ্বান

যুক্তরাষ্ট্র জঙ্গী দল লস্কর-ই-তৈয়বার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রতি আবারও আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মার্কিন রাজধানী ওয়াশিংটন সফরের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ওই আহ্বান জানানো হলো। সন্ত্রাসীরা এখন পাকিস্তানের কেন্দ্র শাসিত উপজাতীয় এলাকায় নিরাপদ আশ্রয় পাচ্ছে বলেও যুক্তরাষ্ট্র পুনরায় উল্লেখ করেছে। খবর ডন অনলাইনের। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কারবি পাকিস্তানকে লস্কর-ই-তৈয়বার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে এর দেয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বৃহস্পতিবার ওয়াশিংটনে এক নিউজ ব্রিফিং দিচ্ছিলেন। তিনি বলেন, আমরা জানি ওই সীমান্ত এলাকায় নিরাপদ আস্তানা এখনও বিদ্যমান এবং আমরা ওইসব আস্তানা এখনও সেখানে থাকায় আমাদের উদ্বেগ খুবই পরিষ্কারভাবে ব্যক্ত করেছি। ওয়াশিংটনে চারদিন অবস্থানকালে প্রধানমন্ত্রী বড় বড় মার্কিন নেতা ও কংগ্রেস সদস্যের সঙ্গে কয়েক দফা বৈঠকে মিলিত হন। তাদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং প্রতিরক্ষামন্ত্রী এ্যাশটন কার্টারও ছিলেন।
×