ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৪৩, ৩১ অক্টোবর ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৭. শেরে বাংলা কত সালে আইন ব্যবসায় শুরু করেন? ক) ১৮৯৯ সালে খ) ১৯০০ সালে গ) ১৯০১ সালে ঘ) ১৯০২ সালে ১৮. বাংলাদেশ কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? ক) সংসদীয় সরকার খ) রাষ্ট্রপতি শাসিত সরকার গ) সামরিক সরকার ঘ) একনায়কতান্ত্রিক সরকার ১৯. একমেলেদ্দিন ইহসানোগলুর দেশ কোনটি? ক) মালয়েশিয়া খ) ফিলিস্তিন গ) মিসর ঘ) তুরস্ক ২০. তিতুমীরের বাহিনীর নিকট কাদের অত্যাচারের বিরুদ্ধে গণআন্দোলন? ক) তিতুমীর খ) সোহরাওয়ার্দী গ) আমির আলী ঘ) ফজলুল হক ২১. ১৯১৩ সালে শেরে বাংলা কোন আইন পরিষদের সদস্য নির্বাচিত হন? ক) পাকিস্তানি খ) ভারতীয় গ) ব্রিটিশ ঘ) আমেরিকান ২২. কার ইচ্ছা অনুযায়ী এটর্নি জেনারেল সময়সীমা পর্যন্ত স্বীয়পদে বহাল থাকবেন? ক) প্রধানমন্ত্রীর খ) রাষ্ট্রপতির গ) স্পিকার ঘ) প্রধান বিচারপতি ২৩. কে ১৯৪৭ সালের ১৭ এপ্রিল 'স্বাধীন সার্বভৌম বাংলা রাষ্ট্র' গঠনেরর প্রস্তাব উত্থাপন করেন? ক) শেরে বাংলা এ.কে. ফজলুল হক খ) মাওলানা ভাসানী গ) শেখ মুুজিবুর রহমান ঘ) হোসেন শহীদ সোহরাদওয়ার্দী ২৪. ইভটিজিং শব্দ কত সালে প্রথম মিডিয়াতে প্রকাশিত হয়? ক) ১৯৪০ সালে খ) ১৯৫০ সালে গ) ১৯৫৫ সালে ঘ) ১৯৬০ সালে ২৫. এটর্নি জেনারেলের পদের গুরুত্ব হলো- ক) আইন উপদ্রেষ্টা খ) সরকারের আইন পরামর্শক গ) সরকারের ভাবমূর্তির রক্ষকঘ) ন্যায়বিচারের নিয়ামক ২৬. প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দান করেন? ক) প্রধানমন্ত্রী খ) আইনমন্ত্রী গ) স্পিকার ঘ) রাষ্ট্রপতি ২৭. রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? ক) জাতীয় সংসদ সদস্যগনের ভোটে খ) মন্ত্রিসভার সদস্যগণের ভোটে গ) প্রধানমন্ত্রীর কর্তৃক ঘ) স্পিকার কর্তৃক ২৮. বাঙালিরা কোন মামলাকে আইয়ুব খানের হীন ষড়যন্ত্রে বলে আখ্যা দেয়? ক) কুর্মিটোলা মামলা খ) আগরতলা মামলা গ) শেখ মুজিবুর রহমান ঘ) ভাষা নিয়ে হামলা ২৯. সংবিধানের কত নং অনুচ্ছেদে অনুযায়ী মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিযোগ দেওযা হয়? ক) ১২৭ নং অনুচ্ছেদে খ) ১৩১ নং অনুচ্ছেদে গ) ১৩৭ নং অনুচ্ছেদে ঘ) ১৬১ নং অনুচ্ছেদে ৩০. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে কী ঘটেছে? ক) গাছপালা মরে যাচ্ছে খ) বৃষ্টিপাত কম হচ্ছে গ) পানির সংকট দেখা দিচ্ছে ঘ) কুমের ও হিমালয়ের বরফ গলে যাচ্ছে ৩১. এইডস রোগের লক্ষণ- র. ওজন হ্রাস পাওয়া রর. রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ররর. মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৩২. বাংলাদেশ সংবিধান কতটি ভাগে বিভক্ত? ক) ১১টি খ) ১২টি গ) ১৩টি ঘ) ১৪টি ৩৩. জাতীয় সংসদ অবস্থিত- ক) ঢাকায় খ) চট্রগ্রামে গ) রাজশাহীতে ঘ) খুলনায় ৩৪. ১৯৮৩ সালে থানা পরিষদের কী নামে রূপান্তরিত করা হয়? ক) থানা পরিষদ খ) থানা উন্নয়ন পরিষদ গ) উপজেলা পরিষদ ঘ) উপজেলা কমিটি ৩৫. ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ড থেকে কয়জন করে সাধারণ সদস্য নির্বাচিত হন? ক) ১ জন খ) ২ জন গ) ৩ জন ঘ) ৪ জন ৩৬. স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার দুুটি কোন ধরনের শাসনব্যবস্থার উদাহরণ? ক) প্রাদেশিক শাসন খ) স্থানীয় শাসন গ) কেন্দ্রীয় শাসন ঘ) সামরিক শাসন ৩৭. ঠবঃড় ঢ়ড়বিৎ-এর অর্থ কী? ক) রাষ্ট্রপতির ক্ষমতা খ) প্রধানমন্ত্রীর ক্ষমতা গ) নাকচ করার ক্ষমতা ঘ) সম্মতি প্রদানের ক্ষমতা ৩৮. বাংলাদেশের ক্ষ্রুদ্রতম পৌরসভার নাম- ক) বগুড়া খ) মাগুরা গ) গোপালগঞ্জ ঘ) শরীয়তপুর ৩৯. প্রথম গণপরিষদ বাতিল ঘোষিত হয় কত তারিখে? ক) ১৯৪৯ সালের ১২ মার্চ খ) ১৯৫০ সালের ২৮ সেপ্টেম্বর গ) ১৯৫২ সালের ২২ ডিসেম্বর ঘ) ১৯৫৪ সালের ২৪ অক্টোবর ৪০. কত সালের গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা? ক) ১৯৬২ সালের খ) ১৯৬৪ সালের গ) ১৯৬৬ সালের ঘ) ১৯৬৯ সালের ৪১. শহরবাসীর জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার দায়িত্ব- ক) শহর উন্নয়ন কমিটির খ) পৌরসভার গ) জেলা পরিষদের ঘ) জেলা পরিষদের ৪২. কোন সংশোধনীর মাধ্যমে জেনারেল এরশাদের গৃহীত অবৈধ ফরমানসমূহের বৈধতা দান করা হয়? ক) ৪র্থ খ) ৫ম গ) ষষ্ঠ ঘ) সপ্তম ৪৩. চিত্তরঞ্জনদাসের ফর্মূলা বলে পরিচিত- ক) বেঙ্গল প্যাক্ট খ) বেঙ্গল অ্যাক্ট গ) বেঙ্গল গেজেট ঘ) বেঙ্গর ফর্ম ৪৪. সালিশি আদালত হিসেবে কাজ করে- ক) পৌরসভা খ) সিটি কর্পোরেশন গ) বিভাগীয় কমিশন ঘ) সুপ্রিম কোর্ট ৪৫. সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে যে, আইনের কর্তৃত্ব ব্যতীত কেউ জীবন, স্বাধীনতা ও সম্পত্তি ভোগের অধিকার থেকে বঞ্চিত হবে না? ক) ২৯ নং খ) ৩০ নং গ) ৩১ নং ঘ) ৩২ নং ৪৬. যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয় কত সালে? ক) ১৯৫২ সালে খ) ১৯৫৩ সালে গ) ১৯৫৪ নালে ঘ) ১৯৫৬ সালে ৪৭. ইসলামি প্রজাতন্ত্র বলতে কী বোঝায়? ক) মাওলানাদের নির্ধারিত আইনের দেশ খ) কুরআন ও সুন্নাহভিত্তিক আইনের দেশ গ) মুসলিম শাসকের দেশ ঘ) অধিক মুসলিম অধ্যুািষত দেশ ৪৮. সংসদ সদস্যদের পরিচয় হলো- র. আইন প্রণেতা রর. শাসক ররর. জনগণের কণ্ঠস্বর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: এলাকার উচ্ছৃঙ্খল ও বখাটে যুবক ট্যারা দুলাল সর্বদা স্কুল-কলেজে যাওয়ার পথে মেয়েদের উত্ত্যক্ত করে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এলাকার জনগণ মানব বন্ধন কর্মসূচি পালন করে। ৪৯. জাতীয় অর্থের অভিভাবক রূপে কে দায়িত্ব পালন করেন? ক) এ্যাটর্নি জেনারেল খ) দুর্নীতি দমন কমিশন গ) বাংলাদেশ কর্ম কমিশন ঘ) মহাহিসাব নিরীক্ষক ৫০. কোন দেশে কোনো প্রাদেশিক সরকার নেই? ক) বাংলাদেশ খ) ভারত গ) যুক্তরাষ্ট্র ঘ) কানাডা সঠিক উত্তর: ১. (ক) ২. (ক) ৩. (ঘ) ৪. (গ) ৫. (ঘ) ৬. (ক) ৭. (গ) ৮. (ঘ) ৯. (ক) ১০. (ক) ১১. (গ) ১২. (ঘ) ১৩. (খ) ১৪. (গ) ১৫. (গ) ১৬. (ঘ) ১৭. (খ) ১৮. (ক) ১৯. (ঘ) ২০. (ক) ২১. (খ) ২২. (খ) ২৩. (ঘ) ২৪. (ঘ) ২৫. (খ) ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (খ) ২৯. (ক) ৩০. (ঘ) ৩১. (ক) ৩২. (ক) ৩৩. (ক) ৩৪. (গ) ৩৫. (ক) ৩৬. (খ) ৩৭. (গ) ৩৮. (ঘ) ৩৯. (ঘ) ৪০. (ঘ) ৪১. (খ) ৪২. (ঘ) ৪৩. (ক) ৪৪. (ক) ৪৫. (ঘ) ৪৬. (খ) ৪৭. (খ) ৪৮. (গ) ৪৯. (ক) ৫০. (ক)
×