ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উড়ছেন দ্রগবা

প্রকাশিত: ০৫:৪০, ৩১ অক্টোবর ২০১৫

উড়ছেন দ্রগবা

স্পোর্টস রিপোর্টার ॥ বয়স কম হয়নি, ৩৭ বছর। এ বয়সে যেখানে বুটজোড়া তুলে রাখার কথা সেখানে যেন দিদিয়ের দ্রগবা আরও জ্বলছেন। যেন পুরনো ফর্মটাই ফিরে পেয়েছেন। মেজর লীগ সকারের কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়াল ইম্পেক্টের হয়ে ১২ ম্যাচে ১২ গোল করে সেটিরই জানান দিচ্ছেন সাবেক চেলসি তারকা। টরন্টোর বিপক্ষে ৩-০ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মন্ট্রিয়াল। প্রথমবারের মতো প্লে অফ খেলতে নামা টরন্টোর হতাশাই সঙ্গী হয়। শেষ চারের ম্যাচে মন্ট্রিয়ালের প্রতিপক্ষ কলম্বাস ক্রিউ। টরন্টোর বিপক্ষে শুক্রবারের ম্যাচে ১২তম গোল করেন দ্রগবা। ৩৯ মিনিটে সাবেক আইভরিকোস্ট স্ট্রাইকারের গোলে তিন গোলে লিড নেয় স্বাগতিকরা। এর আগে ১৮ ও ৩৩ মিনিটে মন্ট্রিয়ালের হয়ে প্রথম দুটি গোল করেন যথাক্রমে কানাডিয়ান মিডফিল্ডার প্যাট্রিস বার্নিয়ার ও আর্জেন্টাইন মিডফিল্ডার ইগনাসিও পিয়াত্তি। এ মৌসুমেই এক বছরের ফ্রি-ট্রান্সফার চুক্তি শেষে চেলসি থেকে মন্ট্রিয়ালে পাড়ি জমান দ্রগবা। হোসে মরিনহোর হাত ধরেই তার তারকা খ্যাতির শুরু। ব্লুজদের হয়ে ২০০৪ সাল থেকে আট মৌসুমে ৩৪১ ম্যাচে ১৫৭ গোল করেন দ্রগবা। আর গত বছর প্রত্যাবর্তনের মৌসুমে ৪০ ম্যাচে সাত গোল করে তার চেলসি অধ্যায়ের ইতি ঘটে। এ বছর মাঝামাঝি সময়েই দ্রগবা মন্ট্রিয়ালে পাড়ি জমান। ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন চেলসি ছেড়ে মেজর লীগ সকারের দল মন্ট্রিয়াল ইম্পেক্টের সঙ্গে চুক্তিবদ্ধ হন দ্রগবা। নতুন ক্লাবের সঙ্গে ১৮ মাসের চুক্তিতে স্বাক্ষর করেছেন আফ্রিকার সাবেক বর্ষসেরা এই ফুটবলার। দ্রগবার এ দলে যোগ দেয়ার বিষয়ে ক্লাব সভাপতি জোই সাপুটো বলেন, ‘ক্লাবের ইতিহাসে এটি দারুণ একটি দিন। দ্রগবার মতো অসাধারণ একজন খেলোয়াড় আমাদের ক্লাবের হয়ে খেলবেন। তাকে পেয়ে আমরা খুব খুশি।’ চেলসি তারকা দ্রগবাকে পেতে ৩ মিলিয়ন ডলার খরচ করছে কানাডার ক্লাবটি। দ্রগবা তার প্রতিদানও দিচ্ছেন। মন্ট্রিয়ালে যোগ দিতেই দ্রগবা বলেছিলেন, ‘পুরোপুরি প্রস্তুত হয়েই মাঠে নামতে চাই। শতভাগ দিতে চাই।’ দ্রগবা তাই করছেন। দিদিয়ের দ্রগবা তার ভক্তদের ধৈর্য ধারনের পরামর্শ দিয়েছিলেন। পাশাপাশি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নতুন ক্লাবে নিজের সেরাটা ঢেলে দেয়ার। দ্রগবা তার কথা রেখেছেন। দ্রগবা বলেছিলেন, ‘প্রায় আড়াই মাস হতে চলল আমি খেলছি না। তাই কিছু সময় প্রয়োজন। কোচকে নিয়ে কাজ করতে হবে আমাকে। এক সময় আমি খেলার জন্য প্রস্তুত হব। তবে আমি চাই দলের হয়ে অবদান রাখতে, কোন বোঝা হতে নয়।’
×