ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে চোলাই মদের ঘাঁটি

প্রকাশিত: ০৫:২১, ৩১ অক্টোবর ২০১৫

রাজশাহীতে চোলাই মদের ঘাঁটি

স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, অপেক্ষাকৃত দূরের নির্জন জঙ্গল, আখের ক্ষেত কিংবা কোন বাড়ির পাশের ঝোপে তেলের ড্রাম আর মাটির বড় বড় হাঁড়িতে করে পচাসব উপকরণ দিয়ে তৈরি করা হয় দেশীয় মদ। স্থানীয়ভাষায় এগুলোকে চোলাই মদ বলা হয়। চারঘাট ও পুঠিয়ার বেশ কয়েকটি গ্রামে এমন মদ তৈরির অসংখ্য কারখানা গড়ে উঠেছে। প্রায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব নির্জন এলাকায় হানা দিয়ে মদের কারখান ধ্বংস করলেও বন্ধ করা যাচ্ছে না তাদের দৌরাত্ম্য। একটি কারখানা ভাঙলে গড়ে উঠছে আরেকটি কারখানা। আর এসব কারখানায় তৈরি চোলাই মদে সয়লাব হচ্ছে এলাকা। কখনও কখনও এলাকা ছাড়িয়ে যাচ্ছে বাইরের উপজেলার বিভিন্ন গ্রামেও। ভারত থেকে পাচার হয়ে আসা ফেন্সিডিল, হেরোইন ও ইয়াবার পাশাপাশি এলাকাগুলোতে গড়ে উঠেছে দেশী মদের কারখানা। এ জন্য এসব এলাকার যুব সমাজ ভয়াল মাদকের থাবার শিকার হয়েছে। প্রায় ঘরে মাদকাসক্ত পাওয়া যায়। মাদকের কারণে অনেক পরিবার হয়েছে নিস্ব। অনেকে আবার নিজের ইচ্ছেই মাদক থেকে মুক্ত হতে আত্মসমর্পণ করছে থানায়। তবে কোন প্রকারেই থামছে না মাদকের প্রসার। অপেক্ষাকৃত দামে সস্তা হওয়ায় দেশীয় তৈরি চোলাই মদেই আসক্ত হচ্ছে এলাকার যুব সমাজ।
×