ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ের ৩৬ ছিটের ৪৭১ জন ভারতে চলে যাচ্ছেন

প্রকাশিত: ০৫:২০, ৩১ অক্টোবর ২০১৫

পঞ্চগড়ের ৩৬ ছিটের  ৪৭১ জন ভারতে  চলে যাচ্ছেন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ জেলার অভ্যন্তরের বিলুপ্ত ছিটমহলের ৪৭১ নতুন ভারতীয় নাগরিক স্থায়ীভাবে ভারতে চলে যাচ্ছেন। ৯ নবেম্বর থেকে ২৪ নবেম্বর পর্যন্ত মোট ৪ দফায় এসব নাগরিক ভারতে চলে যাবেন মর্মে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। সূত্রমতে, আগামী ৯ নবেম্বর প্রথম দফায় ৪৮ ভারতীয় চিলাহাটী-হলদিবাড়ী সীমান্তপথে স্থায়ীভাবে ভারতে চলে যাবেন। বাকিদের মধ্যে ১৮ নবেম্বর ১৭২, ২৩ নবেম্বর ১৪৫ এবং সর্বশেষ ২৪ নবেম্বর ১০৬ জন ভারতে চলে যাবেন। সূত্রটি আরও জানায়, পঞ্চগড় জেলার ৩৬ ছিটমহল ও নীলফামারী জেলার ৪ ছিটমহলের ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারীরা চিলাহাটী-হলদিবাড়ী সীমান্তপথ দিয়ে ভারতে যাওয়ার রুট নির্ধারণ থাকলেও নীলফামারী জেলার বিলুপ্ত ৪ ছিটমহল থেকে কেউ ভারতে যাচ্ছেন না। শুধু পঞ্চগড় জেলার ৩৬ ছিটমহলের ৪৭১ ভারতীয়ই এই সীমান্তপথ ব্যবহার করবেন বলে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন।
×